ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় জানিয়েছেন,গণপরিবহন বন্ধের সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে মিডিয়া ও সংবাপত্রবাহী গাড়ি।
শনিবার (৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার মো. আবু নাসের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুরে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।
তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। কিন্তু তখন মিডিয়া ও সংবাপত্রবাহী গাড়ি এ বন্ধের আওতামুক্তের কথা উল্লেখ করেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আগামী নিউজ/তরিকুল/নাঈম