Dr. Neem on Daraz
Victory Day

১০টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:১৮ পিএম
১০টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এরআগে, গত ৮ সেপ্টেম্বর ঘোষণাপত্র বাতিল করে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলা দৈনিক গুলোর মধ্যে রয়েছে- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার। এছাড়াও ইংরেজি দৈনিক দি ফাইনান্সিয়াল ডেইলি’র ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯(১) এর (৩)(ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা অনুযায়ী পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে