ঢাকাঃ একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে ১ এপ্রিল। এই অধিবেশন শুরু হবে আগামী ১ এপ্রিল বেলা ১১টায় শুরু হবে। এই অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে সংসদ ভবনে যেতে পারবেন না সাংবাদিকরা।
আজ রবিবার (২৮মার্চ) সংসদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবারের অধিবেশনে মিডিয়া কাভারেজের লক্ষ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। তাদের বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রমের প্রতিবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, ১৫ মার্চ সংসদে সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে ১ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায়।
আগামীনিউজ/এএইচ