১৯৮৯ সালের ৩০ জুলাই, ইসলামী ফাউন্ডেশন থেকে বই নিয়ে আসলাম। হুজুর খুব খুশী হলেন। হুজুর দুঃখ করে বললেন- "বাবা, আমি বাড়ীতে একা। কেউ আমাকে চিনে না। মনে হয় আমি একা বাস করি। তুমিই শুধু আমাকে চিনেছ"
(আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার অলিকে চেনার তৌফিক আমাকে দান কর)।
হুজুর একদিন মুসলমানদের আর্থিক অবস্থা বর্ণনা প্রসঙ্গে বললেন- "মুসলমানরা কোথায় দরিদ্র? সোজা থাকার জন্যে যতটুকু খাদ্য প্রয়োজন, ইজ্জত রক্ষার জন্যে যতটুকু বস্ত্র প্রয়োজন এবং মাথা গোজার জন্যে যতটুকু বাসস্থান প্রয়োজন তাদের তা আছে। এ জন্য তাদের কোন অভিযোগ নাই।"