1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাফল্য কথন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১১, ২০২০, ০৪:০৯ পিএম সাফল্য কথন
সানজিদা রহমান মীম

ছোটবেলায় মা আমাদের গান গেয়ে ঘুম পাড়াতেন,মায়ের গুনগুন গানের আওয়াজ কানে আসত।আমার মা খুব ভালো গান করতেন,তার ইচ্ছা ছিল শিল্পী হবে কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি।আমার মা তার অসম্পূর্ণ স্বপ্নটা পূরণ করেছেন আমাকে দিয়ে তাই আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি।

আমি সানজিদা রহমান মীম। আমার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাকে বাংলাদেশ শিশু একাডেমিতে গানের কোর্সে ভর্তি করান,তখন আমি ৩য় শ্রেণিতে পড়ি। আমার পরিবারে আমিই প্রথম সংগীত জগতে পা রাখি। আমার গুরু এস.এম.আউয়াল,তার হাতেই আমার গানের হাতে-খড়ি। ছোটবেলা থেকেই গানের প্রতি আমার এক অন্যরকম অনুভূতি কাজ করত,ভালবেসে গান গাইতাম। খুব অল্প সময়েই মা-বাবার সাপোর্ট,গানের প্রতি আমার ভালবাসা এবং আমার পারফরম্যান্স সবকিছু মিলিয়েই আমি বাংলাদেশ বেতার,বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে গান গাওয়ার সুযোগ পাই। ছোটবেলা থেকে আমি বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছি এবং সাফল্য অর্জন করেছি।আমার এই ছোট ছোট অর্জন গুলোই আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। আমি বাংলাদেশ শিশু একাডেমি তে ৩ বছর মেয়াদী সংগীত কোর্স শেষ করে পরবর্তীতে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন এ দীর্ঘ ৮ বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেছি,কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় উক্ত প্রতিষ্ঠানে ৬মাস শিক্ষানবিস(ইন্টার্ন) হিসেবে নিয়োজিত ছিলাম। এছাড়া আমি বিগত ৬ বছর যাবত বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন কর্মশালা,জাতীয় পর্যায়ের প্রোগামগুলোতে অংশগ্রহণ করেছি। বর্তমানে আমি সমাজবিজ্ঞান এ অনার্স পড়ছি এবং পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি তে কণ্ঠশিল্পী(জুনিয়র) হিসেবে কর্মরত রয়েছি। তার আগে আমি ২বছর একটি স্কুলে সংগীত শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলাম। বাবার ইচ্ছে ছিল আমি হব ব্যারিস্টার, কিন্তু আমাকে নিয়ে আমার মায়ের পরিশ্রম আর দৃঢ় বিশ্বাসের কাছে বাবার ইচ্ছে পেছনে পড়ে গিয়েছিল। আমি বিশ্বাস করি পরম করুনাময় আল্লাহতালা'র অশেষ রহমত ছাড়া আমি আজকে এতদূর আসতে পারতাম না। আমার সব অর্জনের পিছনে রয়েছে আমার বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম এবং গুরুজন দের আশীর্বাদ।  যে মানুষটির কথা না বললেই না,আমার বড় বোন যুথী,বাবা-মায়ের পাশাপাশি আমার সকল সাফল্যে তারও অনেক অবদান রয়েছে।

একটা সময় গান ছিল আমার নেশা,সেই নেশা এখন পেশায় পরিনত হয়েছে।প্রতিদিন নতুন নতুন শিখছি,আরো অনেক শেখার বাকি। গান আমার ভালবাসা,গানেই আমার আনন্দ।
এই ভালবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই,গান গেয়ে সবার ভালবাসা অর্জন করতে চাই। তবে,সবার আগে একজন ভালো মানুষ হতে চাই।

আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner