1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঘাম ঝড়িয়ে সেমিতে ফেদেরার

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৩:৫৩ পিএম ঘাম ঝড়িয়ে সেমিতে ফেদেরার
ছবি সংগৃহীত

ঢাকা : যুক্তরাষ্ট্রের অবাছাই টেনিস তারকা স্যান্ডগ্রিনের বিপক্ষে ঘাম ঝড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন রজার ফেদেরার। রোমাঞ্চকর এই জয়ে ২১তম গ্র্যান্ডস্ল্যামের দিকে ভালভাবেই এগিয়ে যাচ্ছেন সুইজারল্যান্ডের এই তারকা। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোয়ার্টার ফাইনালে স্যান্ডগ্রিনকে ৩-৬, ৬-২, ৬-২, ৬ (৮)-৭ (১০) ও ৩-৬ গেমে হারান ফেদেরার। সেমিতে উঠতে এদিন ঘাম ঝড়াতে হয়েছে সুইস তারকাকে। কোয়ার্টার ফাইনালে পরপর দুটি সেট হেরেও দারুণভাবে নিজের চিরচেনা রূপ দেখিয়ে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন দুটি সেট। আর প্রথম সেটে জিতে এগিয়ে থাকায় নাম লিখিয়েছেন সেমিতে। 

দ্বিতীয় ও তৃতীয় সেটের খেলায় তো স্যান্ডগ্রিনের সামনে দাঁড়াতেই পারেননি ফেদেরার। মাত্র দুটি করে পয়েন্ট তুলতেই হারিয়েছিলেন ৬টি করে পয়েন্ট। আর তাতেই সেমিতে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন মার্কিন তারকা স্যান্ডগ্রিন। 

কিন্তু ২২ বছর ধরে টেনিসের কোর্টে বিচরণ করা ফেদেরারের অভিজ্ঞতার কাছে পেরে ওঠেননি স্যান্ডগ্রিন। তবে তৃতীয় শীর্ষ বাছাইয়ের সামনে ১০০তম বাছাই হয়েও যেভাবে লড়াই করেছেন তাতে একটা প্রশংসা পেতেই পারেন স্যান্ডগ্রিন।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner