1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফের সৌরভের চমক, আইপিএল শুরুর আগে অল-স্টার টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ১১:২০ এএম ফের সৌরভের চমক, আইপিএল শুরুর আগে অল-স্টার টুর্নামেন্ট

ঢাকা : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মসনদে বসে একের পর এক চমক দিয়ে চলেছেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ-ভারতকে দিয়ে গোলাপি টেস্ট দিয়ে যার যাত্রা শুরু। এবার আইপিএল শুরুর আগে ফের চমক দিতে চলেছেন প্রিন্স অব কলকাতা। কী সেই চমক? আইপিএল শুরুর আগে সাবেকদের নিয়ে বিশেষ এক টুর্নামেন্ট আয়োজন করবে বিসিসিআই। 

সোমবার (২৭ জানুয়ারি) মুম্বাইয়ে আইপিএল গভর্নিং বডির সভা শেষে এই ঘোষণা দেন সৌরভ। এই বিশেষ টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিত জানানো না হলেও বোর্ড সভাপতির কথা অনুযায়ী, মূল টুর্নামেন্টের তিন দিন আগে আয়োজিত হবে এই ম্যাচগুলো। এখান থেকে পাওয়া অর্থ যাবে সেবামূলক কাজে। তবে এই ম্যাচগুলো কোথায় আয়োজিত হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিন আইপিএল নিয়ে আরো বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইপিএলে ম্যাচ শুরুর সময়ে কোনো পরিবর্তন আসছে না। ফাইনাল হবে মুম্বাইয়ে। 

স্টার স্পোর্টসের পক্ষ থেকে চিঠি লিখে বিসিসিআইকে অনুরোধ করা হয়েছিল খেলার সময় এগিয়ে আনতে। কারণ, গভীর রাতে ম্যাচ শেষ হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় টিআরপি কমে যাচ্ছে। বোর্ড সভাপতি জানিয়ে দিয়েছেন, এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনই ম্যাচ এগিয়ে আনা হচ্ছে না। এ বছর নির্ধারিত সময়েই শুরু হবে ম্যাচ। তবে এ বছর ‘ডাবল হেডার’ অর্থাৎ একই দিনে জোড়া ম্যাচের সংখ্যা কমানো হয়েছে। এ বছর ‘ডাবল হেডার’ আছে মাত্র পাঁচটি। আইপিএলে গভর্নিং বডি এই প্রথম ম্যাচে কনকাশন সাবস্টিটিউশন এবং নো-বল আম্পায়ার চালু করছে। অর্থাৎ, ম্যাচ চলাকালীন ‘নো-বল’ দেখার দায়িত্বও চলে গেল টিভি আম্পায়ারের কাছে।

আগামীনিউজ/আরবি/হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner