1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাকিস্তান সফরে কী পেল বাংলাদেশ, জানালেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ১১:৪৮ পিএম পাকিস্তান সফরে কী পেল বাংলাদেশ, জানালেন মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

ঢাকা: বহুল আলোচিত পাকিস্তান সফরের প্রথম ধাপে কী পেল বাংলাদেশ? উত্তরে হতাশা ছাড়া কিছুই মিলবে না। প্রথম ম্যাচে বোলারদের সৌজন্যে যা একটু লড়াই করা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাঁর ছিঁটেফোটাও মেলেনি। এমন হতাশায় কাটবে পাকিস্তানে সফর শুরুর আগে কেউ কল্পনা করেননি। কারণ এই দলটিই তো কিছু দিন আগে ভারত সফর করে এসেছে। সেখানে তারা একটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। আরেকটি ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করে হেরেছে।

সেই দলটিকে নিয়ে ক্রিকেটপ্রেমীরা আশায় বসতি গড়বেন এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টি খেলাটাই ভুলে গেল! উইকেট প্রচুর হাতে থাকার পরও শটই খেলতে পারলেন না ব্যাটসম্যানরা। প্রথমে মনে হয়েছিল উইকেটের দোষ। কিন্তু পাকিস্তানের ব্যাটিং দেখে সেটা মনে হয়নি। তারা খুব সহজেই বাংলাদেশের রান টপকে গেছে।

বলা চলে হতাশার এক সফরই কাটল পাকিস্তানে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। পাকিস্তান ২-০ তে সিরিজ ঘরে তুলেছে। এই হতাশার মাঝে অধিনায়ক মাহমুদউল্লাহ তামিম ইকবালের ব্যাটিংকে প্রাপ্তি হিসেবে দেখছেন,‘ এ সিরিজ থেকে প্রাপ্তি খুব কম। প্রাপ্তির কথা বলতে গেলে তামিমের ব্যাটিংয়ের কথাই বলব। উইকেটের যে আচরণ ছিল সেটা বুঝেই ব্যাট করেছে সে, অভিজ্ঞতা ব্যবহার করেছে। কিন্তু দল হিসেবে আমাদের ব্যাটিং ইউনিট ভালো করেনি। উইকেট অতটা ব্যাটিং সহায়ক ছিল না। কিন্তু আমাদের সে ক্ষমতা আছে যাতে আমরা আরেকটু ভালো করতে পারতাম।’

প্রথম ম্যাচে তামিম ৩৪ বলে ৩৯ রান করেছেন। পরের ম্যাচে রান তোলার গতি বেড়েছে। ৫৩ বলের ইনিংসে ৬৫ রান করে আউট হয়েছেন। তামিমের মন্থর ব্যাটিংয়ের অনেকে সমালোচনা করেছেন। আবার অনেকে মনে করেন, উইকেটের ধরণে তামিম সঠিক ব্যাটিংটাই করেছেন।

বোলাররা লড়াই করার মতো পুঁজি পাননি। এ নিয়ে মাহমুদউল্লাহর কন্ঠে ব্যাটিং নিয়েই আফসোস ঝরেছে,‘ বোলিংয়ে আমাদের বোলাররা ভালো কাজ করেছে। প্রথম ম্যাচে বোলাররা ভালো বল করেছে। দ্বিতীয় ম্যাচে আমরা হয়তো বড় সংগ্রহ করতে পারিনি বলে হয়তো তেমন হয়নি। কিন্তু আমার মনে টি-টোয়েন্টিতে আমাদের ব্যাটিংটা আরও ভালো হতে হবে।’ সোমবার গভীর রাতেই দেশে ফিরছেন মাহমুদউল্লাহরা।

আগামীনিউজ/আরবি/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner