1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৪:৫৩ পিএম ‘সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান’

ঢাকাঃ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। টানা ছয় জয়ে ইতোমধ্যে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে স্বাগতিক দেশটি। অন্যদিকে, ঠিক বিপরীত চিত্র পাকিস্তানের। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলেও সেমিতে খেলতে জটিল সমীকরণ মেলাতে হবে বাবর আজমদের। তবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের শেষ চারের লড়াইয়ে আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। 

ইডেনের মাঠে ভারত-পাকিস্তান খেলবে কি না মতামত জানতে চেয়ে টুইট করেছেন ভন। তবে এখনই পাকিস্তানকে নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করতে নারাজ কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তার মতে, এই সম্ভাবনার চাপে পড়ে অতীতে অনেকবার খারাপ পারফর্ম করেছে দল। কলকাতায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, এমনটা আশা অনেকেরই।

যদিও বাস্তবে এই ম্যাচ হওয়ার নেপথ্যে রয়েছে জটিল অঙ্ক। গতকাল (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় ব্যবধানে হারের পর হাসি ফুটেছে পাক ক্রিকেটপ্রেমীদের মুখে। সেমিফাইনালের লড়াইয়ে প্রথম দুটি দল প্রায় নিশ্চিত। কোনো অঘটন না ঘটলে ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ চার নিশ্চিত অনেকটা।

অন্যদিকে, শুরুর ধাক্কা কাটিয়ে বেশ ভালো অবস্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। তবে কিউইদের হ্যাটট্রিক হারে পয়েন্ট টেবিলের চার নম্বর দল হওয়ার লড়াইয়ে ঢুকে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান সেমিফাইনালে উঠলে ভারতের বিপক্ষে ইডেনে খেলা হতে পারে। সেই সম্ভাবনাই উসকে দিলেন ভন।

এক এক্সবার্তায় জানতে চেয়েছেন, কাদের মনে হচ্ছে কলকাতায় ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল হবে? সাবেক ইংলিশ অধিনায়কের টুইটে মজার উত্তর দেন শোয়েব আখতার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের জবাব, এরকম ভবিষ্যদ্বাণীর চাপে পড়ে অতীতে আমরা অনেকবার সমস্যায় পড়েছি।


রাউন্ড রবিন লিগে দুই দলের মুখোমুখি দেখায় ভারত জিতে নিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। আবার ভারত ও পাকিস্তান এই দুটি দল দুই এবং তৃতীয় স্থানে থাকা অবস্থায় সেমিফাইনালের টিকিট পায় তাহলে ফের একবার দুই দলের মধ্যে সেমিফাইনাল হতে পারে৷ সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান৷ 

এ ছাড়া আরও একটি সম্ভাবনা রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার। সেই ম্যাচ হলে ম্যাচের ভেন্যু হবে পাকিস্তানের বধ্যভূমি আহমেদাবাদই৷ সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দুটি আলাদা সেমিফাইনাল খেলবে এবং নিজের নিজের ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাবে। ফলে ১৯ নভেম্বর হবে বিশ্বকাপের মেগা ফাইনালে তারা মুখোমুখি হবে৷ এরকম হলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner