1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিশ্বকাপে যত রেকর্ড গড়ল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ১১:২০ এএম বিশ্বকাপে যত রেকর্ড গড়ল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

ঢাকাঃ শ্রীলঙ্কাকে হারিয়ে কাল এবারের বিশ্বকাপে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। এ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদি, হারিস রউফদের তুলোধুনো করেছে লঙ্কানরা। কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমার শতকে ৩৪৪ রানের সংগ্রহ গড়ে দাশুন শানাকার দল। পরে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যান ইন গ্রিনরাও খেলেছে দাপুটে ক্রিকেট। আবদুল্লাহ শফিকের পর দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ানও। এতে রান বন্যার ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে বাবর আজমের দলে। একই সঙ্গে দুই দলের এই ম্যাচ জন্ম দিয়েছে বেশ কিছু রেকর্ডের।

বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে এত বেশি রান তাড়া করতে নেমে জয়ের ইতিহাস নেই আর কোনো দলেরই। লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সফল হওয়ার আগের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের। ২০১১ বিশ্বকাপে সেবার ইংল্যান্ডের বিপক্ষে এমন রেকর্ড গড়েছিল আইরিশরা।


এ রেকর্ডই কাল ভেঙেছেন রিজওয়ান-শফিকরা। শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রানের লক্ষ্য তাড়া পেরিয়েছেন ৬ উইকেট হাতে রেখেই।

শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত পাকিস্তান

কালকের ম্যাচ নিয়ে এখনো পর্যন্ত বিশ্বকাপে মোট ৮ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। এসব মোকাবেলায় একবারও জয় পায়নি লঙ্কানরা। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আসরে মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এটিই। এ তালিকায় দুইউএ আচজে ভারত। পাকিস্তানের বিপক্ষে ৭ বারের দেখায়ই জয়ী হয়েছে তারা।

এক ম্যাচে চার সেঞ্চুরিয়ন

একদিনের ক্রিকেটে এক ম্যাচে চারজন সেঞ্চুরি করেছেন- এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র দুইবার। সেটিও ১৯৯৮ সালে এবং ২০১৩ সালে। তবে বিশ্বকাপে এমন নজির ছিল না কখনোই।

গতকালের ম্যাচ দিয়ে এমন ইতিহাস গড়েছে মেন্ডিস-রিজওয়ানরা। বিশ্বকাপে এক ম্যাচে চার সেঞ্চুরির দেখা এবারই প্রথম পেয়েছে ক্রিকেটপ্রেমীরা।

প্রথম পাকিস্তানী হিসেবে বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরি

গতকাল শ্রীলঙ্কার দেয়া রান তাড়ায় নেমে শতক হাঁকিয়েছেন পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক। কালকের ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষেক হয়েছে তাঁর। এর আগে আর কোনো পাকিস্তানি ব্যাতারই বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরির দেখা পাননি।

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

গতকাল আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন কুশল মেন্ডিস। এদিন ৬৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি। লঙ্কানদের হয়ে বিশ্বকাপ ইতিহাসে এটিই এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner