1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ১১:৩৯ এএম মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সেলোনা

ঢাকাঃ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে এখন ব্যস্ত সময় পার করছে দলগুলো। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে ম্যাচ খেলছে দলগুলো। এরইমধ্যে শিরোপার স্বাদ পেয়ে গেল বার্সেলোনা। হুয়ান গাম্ফার ট্রফিতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা।

এদিন খেলার শুরুতেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা।  ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার কোণাকুনি শট থেকে জালভেদ করেন রবার্ট লেভানডভস্কি। তবে কাতালানদের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইংলিশ ক্লাবটি। ম্যাচের ২৪ মিনিটে অলিভার স্কিপের গোলে সমতা ফেরান তারা। সেই গোলের পরই থেমে থাকেনি টটেনহ্যাম। 

৩৬ মিনিটে স্কিপ ব্যবধান দ্বিগুণ করেন। এবার অবশ্য একা নন। ইভান পেরিসিক বল বাড়িয়ে দিয়েছিলেন। সেটা পেয়েই বার্সার জালে দ্বিতীয়বার বল জড়ান তিনি। প্রথমার্ধের বাকি সময় আর গোলের দেখা না হলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম হটস্পার।

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধের ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু শেষ ১০ মিনিটে পুরো মাঠের চিত্র বদলে ফেলে কাতালানরা। ম্যাচের ৮১ মিনিটে বদলী হিসেবে মাঠে নামা লামিন ইয়ামাল বল বাড়িয়ে দেন   তরেসের দিকে। সেটা পেয়েই টটেনহ্যামের জালে জড়ান তরেস। তাতে সমতায় ফেরে বার্সা। 

এরপর ৯ মিনিট পর গোল পান আনসু ফাতি। যোগ করা সময়ে আরও একটি গোল করে বার্সা। ফারমিন লোপেজের পাস থেকে এবার গোল করেন আবদে এজালজুলি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।  

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner