1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দেড় মাসেই চারবার মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৭:০১ পিএম দেড় মাসেই চারবার মুখোমুখি ভারত-পাকিস্তান
সংগৃহীত ছবি

ঢাকাঃ রাজনৈতিক বৈরিতার জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষীয় সিরিজ। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছে প্রায় ১১ বছর আগে। আইসিসি এবং এসিসি আয়োজিত টুর্নামেন্টের বাইরে তাই ভারত পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ নেই ক্রিকেট ভক্তদের। 

তবে, এবার সেই অপেক্ষার কিছুটা হলেও অবসান হতে যাচ্ছে ক্রিকেট ভক্তদের। মাত্র ৪৫ দিনের ব্যবধানে ৪ বার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের এই দুই পরাশক্তি। এর মাঝে তিনবারের দেখা প্রায় নিশ্চিত বলেই ধরে নেয়া যায়। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের সূচি কাছাকাছি থাকায় এত কম সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ হচ্ছে ভক্তদের। 

এশিয়া কাপে গ্রুপ ‘এ’ তে আছে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে দুই দল। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ নেপাল। সুপার ফোরে দুই দলের অংশগ্রহণ প্রায় অনুমিত। সেক্ষেত্রে ১০ সেপ্টেম্বর কলম্বোতে আবার একে অন্যের বিপক্ষে মাঠে নামবেন রোহিত-বাবররা। 

বিশ্বকাপের আগে এই দুইবার ভারত পাকিস্তান ম্যাচ নিশ্চিতভাবেই উপভোগ করতে পারবেন ক্রিকেটভক্তরা। আর দুই দল যদি এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায়, তবে ১৭ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো দেখা হবে এই দুই দলের। 

আর সবশেষ ১৫ অক্টোবর বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আহমেদাবাদে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত এবং পাকিস্তান। সবমিলিয়ে ৪৩ দিনের মধ্যে চারবার দেখা হতে পারে এই দুই প্রতিদ্বন্দ্বী দলের। 

এদিকে দুই দলের এমন সূচির কারণে এরইমাঝে নিজের আগ্রহের কথা জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ত্রিনিদাদ থেকে দ্রাবিড় জানালেন, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল হলে দারুণ ব্যাপার হবে। 

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে ৬টি দল অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ছাড়াও সহযোগী দেশ হিসেবে থাকছে নেপাল। এই ছ’টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে সুপার ফোরে। সেই পর্বের শেষে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে হবে ফাইনাল ম্যাচ। ভারত, পাকিস্তান এবং নেপাল একই গ্রুপে রয়েছে। অন্য গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। 

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner