1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
ইমার্জিং এশিয়া কাপ

জয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০২:৩৮ পিএম জয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

ঢাকাঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়। এ টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’দল। সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট  হারিয়ে জুনিয়র টাইগারদের সংগ্রহ ৩০৮ রান। 

টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণ নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি জুনিয়র টাইগারদের। আগের দুই ম্যাচে দুর্দান্ত খেলা ওপেনার তানজিদ হাসান তামিম আজ ফিরে গেছেন ব্যক্তিগত ১৮ রানেই। দলীয় ২৫ রানে তামিমের বিদায়ের পর স্কোরবোর্ডে আরও ৫ রান যোগ হতে না হতেই ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ নাইমও।  

দলীয় ৩০ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখেই দলকে আরও একবার হতাশায় ভাসিয়েই বিদায় নেন অধিনায়ক সাইফ হাসানও। তবে এরপরও বিপর্যয় রক্ষা করার কৃতিত্ব জাকির হাসান এবং জয়ের। চতুর্থ উইকেটে এ দুজন মিলে গড়েন ১১৭ রানের জুটি।

ব্যক্তিগত ৬২ রানে জাকির সাজঘরে ফিরলেও সৌম্য সরকারকে নিয়ে রানের চাকা সচল রাখেন জয়। ব্যক্তিগত ৪৮ রানে সৌম্য সাজঘরে ফিরলেও জয় ঠিকই তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। ১১৪ বলে ১২ চার এবং ২ ছয়ে শতক পূর্ণ করার পরই আউট হন তিনি।

এরপর শেখ মেহেদীর ক্যামিও ইনিংসের কল্যাণে ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩০৮। বল হাতে আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সেলিম। জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ৩০৯ রান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner