1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নেপালের কাছে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৮:১৩ পিএম নেপালের কাছে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের
সংগৃহীত ছবি

ঢাকাঃ ১০ মাস ২৪ দিন আগের কথা। ট্রফি নিয়ে ফেরা বাংলার নারী ফুটবলাররা দেশ জুড়ে আনন্দের ঢেউ দিয়েও প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে আক্রমণে কিছুটা এগিয়ে থেকেও গোল শুন্য ড্র হয় ম্যাচটি। তবে সিরিজ শিরোপা নির্ধারণের জন্য টাইব্রেকার গড়ায় ম্যাচটি। যেখানে টাইব্রেকারে সাবিনা খাতুলের দলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে নেপাল। যদিও ফিফার হিসাবে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ড্রই থাকবে। 

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগের ম্যাচের একাদশ রেখে খেলছে বাংলাদেশ। ম্যাচ ঘড়ির ৪ মিনিটে বাংলাদেশ বড় সুযোগ হাতছাড়া করে। প্রথম সুযোগ পায় তারা। সাবিনা খাতুনের ফ্রি-কিক থেকে নেওয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়, জটলা থেকে একজনের ফিরতি শট গোললাইনে সেভ হয়।

৩৬ মিনিটে মনিকা চাকমা বক্সে ঢুকে শট নেওয়ার আগে গা ঘেষে থাকা এক ডিফেন্ডার তা ব্যর্থ করে দেন। শেষের দিকে এসে নেপাল সুযোগ তৈরি করে। কিন্তু তারাও গোল পায়নি। ৪৩ মিনিটে সাবিত্রা ভাণ্ডারি বল পেয়েছিলেন, তার দুর্বল শট গোলকিপার রুপনার হাতে জমা পড়ে। বিরতির ঠিক আগ মুহূর্তে সাবিত্রার শট গোলরক্ষক দ্বিতীয় প্রচেষ্টার তালুবন্দি করেন। ফলে গোল শূন্য নিয়ে বিরতিতে যায় দুই দল।

সিরিজ নির্ধারিত ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন আনে বাংলাদেশ। এরপরও গোলের দেখা পায়নি কোচ মাহবুবুর রহমান লিটুর দল। ফলে গোল শূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে বাংলাদেশকে ৪-২ ব্যবধানে হারিয়ে সিরিজের শিরোপা তুলে নেন নেপাল।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner