1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বৃষ্টিতে বন্ধ খেলা, ডিএলএসে এগিয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০৮:৫৫ পিএম বৃষ্টিতে বন্ধ খেলা, ডিএলএসে এগিয়ে আফগানিস্তান
ফাইল ছবি

ঢাকাঃ চট্টগ্রামে ওয়ানডে সিরিজে হারের পর আজ সিলেটে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামে টিম টাইগার্স। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিং করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী শিবির। কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ নবীর অর্ধশতক ও ওমরজাইয়ের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। 

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফজলহক ফারুকির বলে সাজঘরে ফিরেন ওপেনার রনি তালুকদার। এরপর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেন নি নাজমুল হোসেন শান্তও। পাওয়ার প্লের পরের ওভারে ফিরেছেন ওপেনার লিটন দাসও। ধুঁকতে থাকা বাংলাদেশের অস্বস্তি বাড়িয়ে অষ্টম ওভারে এবার সিলেটে বৃষ্টিতে বন্ধ খেলা। মাঠে যদি খেলা আর না গড়ায় বৃষ্টি আইনে জয়ী হবে আফগানিস্তান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে দারুণ এক বাউন্ডারিতে নিজের রানের খাতা খুলেন রনি। কিন্তু ওভারের শেষ বলে ফারুকির ইন সুইংয়ে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন এই ডানহাতি ব্যাটার। রনি ফিরে গেলেও ইনিংসে রানের চাকা সচল রাখেন লিটন দাস ও নাজমুল শান্ত। তবে ষষ্ঠ ওভারে মুজিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। 

দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন লিটন দাসও। সপ্তম ওভারে ওমরজাইকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে মিড অফে রশিদের তালুবন্দি হন লিটন। অষ্টম ওভারের খেলা শুরু হতেই বৃষ্টির হানায় তা বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে ডিএলএস ম্যাথডে এগিয়ে আফগানিস্তান। ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। 


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner