লিভারপুলকে আটকে রাখার সাধ্যি কার। দিন যত যাচ্ছে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে অল রেডরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ইংলিশ জায়ান্ট লিভারপুল ২-১ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। এই জয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল। এখন দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১৬।
৮ মিনিটের মাথায় আলেকজান্ডার-আর্নল্ডের কর্নারে লাফিয়ে উঠে হেড করে লিভারপুলকে এগিয়ে নেন জর্ডান হেন্ডারসন। ১৮ মিনিটে গোল মিস করেন মোহাম্মদ সালাহ। মিসরীয় ফরোয়ার্ড ডি-বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে শট নিতে দেরি করে ফেলেন।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোল শোধ দিয়ে দেয় উলভারহ্যাম্পটন। দারুণভাবে হেড করে লিভারপুলের জালে বল জড়িয়ে দেন রাউল হিমেনেস। লিগে সাত ম্যাচ পর গোল খেল লিভারপুল। এরপর স্বাগতিকদের আরো বেশ কিছু সুযোগ নস্যাৎ করে দিয়েছেন গোলরক্ষক আলিসন।
তবে লিভারপুলের হয়ে ম্যাচ জেতানো গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। ৮৪ মিনিটে সতীর্থের ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে জাল খুঁজে নেন। শেষতক ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্লপের শিষ্যরা।
২৩ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৬৭। ম্যানচেস্টার সিটি রয়েছে টেবিলের দুই নম্বরে। তাদের পয়েন্ট ৫১। তিন নম্বরে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৪৮।
আগামী নিউজ/আরবি/এসএম/এনএনআর