ঢাকা: পাকিস্তানে গিয়ে যে বন্দিদশার মতো থাকতে হবে এটা বাংলাদেশ থেকে জেনেই গিয়েছেন মাহমুদউল্লাহরা। লাহোরে বাংলাদেশ দলকে থাকতে হচ্ছে কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে। মাঠ এবং মাঠের বাইরে সার্বক্ষণিক তাদের ঘিরে রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এমন অবস্থায় স্বাভাবিকভাবে চলাফেরা করা দায় হয়ে যায়। এমন পরিবেশ ক্রিকেটের জন্য কতটা উপযোগী তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এই পরিস্থিতিকে বাংলাদেশ অধিনায়ক ইতিবাচক হিসেবেই দেখছেন। তার মতে, ‘এমন পরিবেশে দলের সদস্যরা একসঙ্গে সময় কাটাতে পারে। এভাবে যদি দেখেন তাহলে এটা দলের জন্য ইতিবাচক।’
মাহমুদউল্লাহ জানিয়েছেন, পাকিস্তানে এমন পরিবেশ থাকবে সেটি তারা বাংলাদেশ থেকে জেনেই গিয়েছেন, ‘আমরা যখন পাকিস্তানে আসার জন্য বিমানে উঠেছি অথবা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে খেলব, তখন থেকেই আমরা বদ্ধ পরিবেশে কিনা কিংবা কোন পরিবেশে খেলব এসব আর ভাবছি না। আমার মনে হয় এখানে এসে ওই ধরনের চিন্তাভাবনা থেকে সরে আসাই ভালো। দলের প্রতিটা খেলোয়াড় সেভাবেই চিন্তা করছে। আমরা শুধুই এখানে ভালো খেলার জন্য এসেছি আর সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছি।’
আগামীনিউজ/বিআর/এনএ