1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিকেএসপিতে ভর্তির সুযোগ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০২:১৪ পিএম বিকেএসপিতে ভর্তির সুযোগ
ফাইল ছবি

ঢাকা : ভালো খেলতে পারলে অর্থকড়ির সঙ্গে মেলে যশ-খ্যাতি! অভিভাবকরাও চান, সন্তান খেলোয়াড় হোক। তাই বর্তমানে অভিভাবকদের প্রথম পছন্দ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। যে প্রতিষ্ঠান থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো ক্রিকেটাররা। 

প্রতি বছরের মতো এবারো আসন খালি থাকা সাপেক্ষে ২০২০ সালের ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিকেএসপি। এবারই প্রথম বিভাগীয় পর্যায়ে বিকেএসপির আঞ্চলিক শাখাগুলোতে ভর্তি কার্যক্রম আয়োজন করা হয়েছে। এরই মধ্যে দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা আঞ্চলিক বিকেএসপিতে প্রাথমিক বাছাই কার্যক্রম শেষ হয়।

আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ঢাকা ‍বিকেএসপিতে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে শেষ হবে প্রাথমিক বাছাই পর্ব। দুদিনব্যাপী ভর্তি কার্যক্রমে আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিকস, জুডো, হকি, কারাতে, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, উশু ও কাবাডি বিভাগে পরীক্ষা হবে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান মনে করেন, ভর্তি প্রক্রিয়ায় সংযোজিত নতুন এ পদ্ধতিতে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড় অন্বেষণ করা সম্ভব হবে।

উল্লেখ্য, অনলাইনে যারা নিবন্ধন করতে পারেননি, তারা সরাসরি ঢাকা বিকেএসপিতে এসে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে যেসব ভর্তিচ্ছু খেলোয়াড়রা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তারাও ঢাকায় নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবে। 

আগামী নিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner