1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লাহোরে উষ্ণ অভ্যর্থনা পেলেন মাহমুদউল্লাহরা

স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ১০:৩০ এএম লাহোরে উষ্ণ অভ্যর্থনা পেলেন মাহমুদউল্লাহরা

১২ বছর পর পাকিস্তান সফরে গেল বাংলাদেশ দল। এর আগে সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফর করেছিল যে দলটি সেখানে মাহমুদউল্লাহও ছিলেন। এবার দলটির অধিনায়ক তিনি।

আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে এটিই বাংলাদেশের প্রথম পাকিস্তান সফর। লাহোরে মাঝরাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশকে বরণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা।

ভাড়া করা বিমানে বুধবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। মধ্যে রাতে লাহোরে পৌঁছান তামিম ইকবাল-মাহমুদউল্লাহরা। সেখানে দেখা যায়, বিমান থেকে নামার পর পিসিবির কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা হোটেলে যাওয়ার জন্য বাসে উঠছেন।

এই সফরে বাংলাদেশ দল কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক দিনের অনুশীলন শেষে শুক্রবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। শনিবার (২৫ জানুয়ারি) হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এক দিন বিরতি দিয়ে সোমবার (২৭ জানুয়ারি) হবে তৃতীয় ও শেষ ম্যাচ। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

আগামী নিউজ/আরবি/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner