1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পন্টিং-ওয়ার্নদের গুরু শচীন-ওয়ালশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৫:৪৭ পিএম পন্টিং-ওয়ার্নদের গুরু শচীন-ওয়ালশ
ছবি সংগৃহীত

ঢাকা : ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। আগুনে পুড়ে ৫০ কোটিরও বেশি পশুপাখি ও প্রায় ১৬শ’র বেশি বাড়ি-ঘর ছাই হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গড়তে  চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সাবেক তারকারা ক্রিকেটাররা। সেই ম্যাচে রিকি পন্টিং ও শেন ওয়ার্নদের কোচের দায়িত্ব পালন করবেন দুই কিংবদন্তী শচীন টেন্ডুলকার ও কোর্টনি ওয়ালশ। 

আগামী ৮ ফেব্রুয়ারিতে হতে যাওয়া সেই চ্যারিটি ম্যাচে খেলবেন পন্টিং, এডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, মাইকেল ক্লার্ক, জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল ও ডেভিড ওয়ার্নাররা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস এক বিবৃতিতে বলেছিলেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি, ‘‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ” হবে অস্ট্রেলিয়ানদের সাহায্য করার প্রধান উপায়। ৮ ফেব্রুয়ারি তিনটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। এরমধ্যে একটি ম্যাচের জন্য দু’টি দলের নেতৃত্বে থাকবেন যথাক্রমে ওয়ার্ন ও পন্টিং।’

রবার্টস বলেন বলেন, ‘ওয়ালশ ও টেন্ডুলকারকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানাতে পেতে আমরা সম্মানিত। এখানে তারা দু’জনই ক্রিকেট ক্যারিয়ারে অনেক সাফল্য উপভোগ করেছিলেন। আসন্ন এই বিশেষ দিনে, তাদের উপস্থিতির জন্য আমরা অপেক্ষা করতে পারছি না।’

তহবিল সংগ্রহের জন্য চ্যারিটি ম্যাচ ছাড়াও আরও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া-ভারতের নারী দলের টি-টোয়েন্টি ও বিগ ব্যাশ লিগের ফাইনাল। এই তিন ম্যাচের অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তার দেয়া হবে।

এরই মধ্যে নিজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে তুলেছেন কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন। সেখান থেকে পাওয়া অর্থের পুরোটাই ত্রাণের জন্য দান করে দিয়েছেন তিনি। এগিয়ে এসেছেন আরেক কিংবদন্তি জেফ টমসনও। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অস্ট্রেলিয়া দলের সাদা সোয়েটারও নিলামে তুলেন তিনি।

মাঠে না খেললেও স্টেডিয়ামে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ও দেশটির নারী দলের সাবেক মেল জোন্স। তিনটি ম্যাচের প্রাপ্ত অর্থ দান করা হবে অস্ট্রেলিয়ান রেড ক্রস দুর্যোগ তহবিলে। সেভেন নেটওয়ার্ক ও ফক্স ক্রিকেট সরাসরি সম্প্রচার করবে ম্যাচগুলো।

শুধুমাত্র অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়রাই নন। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন অনেক ক্রীড়াবিদই। অকল্যান্ড ক্লাসিকসের শিরোপা জয়ের পর প্রাইজমানির পুরোটা দান করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এমনকি ম্যাচ খেলার পোশাকও দান করেছেন তিনি।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner