1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

স্কটল্যান্ডকে ৮৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৪:৪৩ পিএম স্কটল্যান্ডকে ৮৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ
ছবি সংগৃহীত

ঢাকা : আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেতে বাংলাদেশের প্রয়োজন ৯০ রান। আগে ব্যাট করতে নেমে রাকিবুল, শরীফুল ও তানজিম হাসান সাকিবের বোলিং তোপে ৩০.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে গেছে স্কটল্যান্ড। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড অধিনায়ক এএস গুই। বোলিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশকে ব্রেক থু এনে দেন পেসার শরিফুল ইসলাম। ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড ওপেনার ডেভিডসনকে বোল্ড করেন তিনি। একই ওভারে টমাস ম্যাকিনটোশকেও ফেরান এই পেসার।

পরের ওভারে স্কটল্যান্ড অধিনায়ক অ্যাঙ্গাস গাইকে ফেরান আরেক পেসার তানজিম হাসান সাকিব। অষ্টম ওভারে জেসপার ডেভিডসনকে শূন্যতে বিদায় করে দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি। 

পাঁচ নম্বরে নেমে উজাইর শাহ দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন। শেষ দিকে জেমি কাইরেন ২২ বলে ১৭ রান করেন। এছাড়া ১১ রান করেন ওপেনার অ্যাঙ্গাস গাই। বাকিরা কেউ দুই অংক ছঁতে পারেননি। 

ইনিংসের ২৪তম ওভারের হ্যাটট্রিক করেন রাকিবুল হাসান। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তিন উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশি এই স্পিনারের শিকার হন  কেস সাজ্জাদ, লিলে রবার্টসন ও চার্লি পিত। শেষ শিকারটিও করেন রাকিবুল। এরই সাথে মাত্র ৮৯ রানে অলআউট হয় স্কটল্যান্ড।

বাংলাদেশের ২০ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৪টি উইকেট শিকার করেন রাকিবুল হাসান। দুইটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস মেথডে ৯ উইকেটের জয় তুলে নেয় আকবর আলীর দল। যুব বিশ্বকাপের এবারের আসরে ‘সি’ গ্রুপে অংশ নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।

আগামীনিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner