ঢাকাঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টেনেটুনে ১১৮ পর্যন্ত গিয়েছিল। এই ম্যাচ জয়ের আশা করা তো কঠিনই ছিল তাদের জন্য। তবে জিয়াউর রহমান-কুর্তিস ক্যাম্ফাররা বল হাতে দারুণ কিছু করে দেখালেন। ১১৯ তাড়া করতে পারলো না এবারের বিপিএলে শেষ ম্যাচ খেলতে নামা ঢাকা ডমিনেটর্স।
মিরপুর শেরে বাংলায় অল্প পুঁজি নিয়েও ১৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে শুভাগতহোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১তম ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। অন্যদিকে ১২ ম্যাচে তিন জয় পাওয়া ঢাকার শেষ হলো নয় হার নিয়ে।
১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আব্দুল্লাহ মামুনকে হারায় ঢাকা। এরপর ভালো শুরু পেলেও ২১ রানের মাথায় সাজঘরে ফেরেন সৌম্য সরকারও। তিনে নামা আরিফুল হকও টিকতে পারেননি বেশিক্ষণ। ফিরেছেন মোটে ৭ রান করে। বিদেশি ক্রিকেটার অ্যালেক্স ব্লেকও ব্যর্থ হয়েছেন বড় স্কোর গড়তে। তিনি ফিরেছেন ১৩ রানে।
ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক নাসির হোসেন। ফিরেছেন ২৪ রান করে। শেষ দিকে শরিফুল ইসলাম এবং আমির হামজাও পাননি রানের দেখা। এরপর এক প্রান্ত আগলে রাখা উইকেটকিপার ব্যাটার জাহিদুজ্জামানও ফিরে যান ১৮ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ ৯ উইকেট হারিয়ে ঢাকা সংগ্রহ করে ১০৩ রান।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কার্টিস ক্যাম্পায়ার। ২টি করে উইকেট শিকার মৃত্যুঞ্জয় চৌধুরী আর জিয়াউর রহমানের।
এর আগে প্রথমে ব্যাট করে উসমান খানের ৩০ এবং জিয়াউর রহমানের ৩৪ রানে ভর করে চট্টগ্রাম দল সংগ্রহ করে ১১৮ রান ৮ উইকেট হারিয়ে। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আরাফাত সানি।
বুইউ