1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

স্কটল্যান্ডকেও ধরাশায়ী করতে চায় যুবারা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ১২:০৭ পিএম স্কটল্যান্ডকেও ধরাশায়ী করতে চায় যুবারা
ছবি সংগৃহীত

ঢাকা : জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের যুবারা। স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় জুনিয়র টাইগাররা। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) পচেফস্ট্রুমে স্কটিস যুবাদের মুখোমুখি হবে আকবর আলীর দল। গ্রুপ ‘সি’র এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ২৮ দশমিক ১ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান করে জিম্বাবুয়ে। এরপর বৃষ্টি নামলে আর ব্যাট করার সুযোগ পায়নি জিম্বাবুয়ে। বৃষ্টি আইনে ২২ ওভারে ১৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশের যুবারা। ১৩০ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৬৮ বল খরচ করে জুনিয়র  টাইগাররা। 

২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারলেই কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলাদেশ। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। আগামী ৯ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, তানজিদ হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আল, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

আগামী নিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner