1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রাথমিক টেস্ট দল

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ০৩:১৩ পিএম বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রাথমিক টেস্ট দল
ফাইল ছবি

ঢাকা : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে খুব সিরিয়াস পাকিস্তান। সফরের দ্বিতীয় ও তৃতীয় ধাপে শুরু হওয়ার কথা দুইটি টেস্ট। কিন্তু প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই টাইগারদের বিপক্ষে প্রাথমিক টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ১৯ সদস্যের এই দল ঘোষণা করা হয়।  

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানে আগামী মাসে প্রথম টেস্ট ও এপ্রিলে দ্বিতীয় টেস্ট খেলতে যাবে টাইগাররা। এই টেস্ট সিরিজকে সামনে রেখে আজ সোমবার (২০ জানুয়ারি) থেকে লাহোরে ১৯ সদস্যর দল নিয়ে ক্যাম্প শুরু করছে পাকিস্তান। 

ঘোষিত প্রাথমিক টেস্ট দলে টি-টোয়েন্টি স্কোয়ার্ডের তিন ক্রিকেটারকে রেখেছে নির্বাচকরা। যারা টি-টোয়েন্টি সিরিজ শেষে ক্যাম্পে যোগ দেবেন। প্রাথমিক দলে ডাক পেয়েছেন সবশেষ শ্রীলঙ্কা সফরে না থাকা ফাহিম আশরাফ, মুসা খান আর নতুন মুখ বিলাল আসিফ। যিনি পাকিস্তানের ঘরোয়া কোয়াদই আজম ট্রফিতে দ্বিতীয় সেরা (৪২ উইকেট) বোলার ছিলেন। টি-টুয়েন্টি সিরিজ শেষে টেস্টের চূড়ান্ত দল ঘোষণা করবে পিসিবি।

এর আগে গত ১৬ জানুয়ারি ১৫ সদস্যের টি-টুয়েন্টি দল ঘোষণা করে পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল-হক। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল।  

পাকিস্তান প্রাথমিক টেস্ট দল : আজহার আলী, আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান (সিনিয়র), কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান খান শিনওয়ারি।

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner