
ঢাকা : গত কয়েক বছর হলো টেস্টে জিম্বাবুয়ে খর্বশক্তির দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তারা দারুণ শুরু করেছে। হারারেতে প্রথম দিন শেষে স্কোর বোর্ডে জমা করেছে ২ উইকেটে ১৮৯ রান। ব্যাট করছেন ক্রেইগ আরভিন ৫৫ ও ব্রেন্ডন টেইলর ১৩ রান নিয়ে।
রবিবার (১৯ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। উদ্বোধনী জুটিতে প্রিন্স মাসভুরে ও কেভিন কাসুজা মিলে তুলে ফেলেন ৯৬ রান। প্রিন্সকে ফিরিয়ে এ জুটি ভাঙেন এমবুলদেনিয়া। তার আগে ফিফটি তুলে নিয়েছেন এই ওপেনার। প্রিন্স ৫৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪৯ বলে সাত বাউন্ডারির সাহায্যে।
শ্রীলঙ্কার দ্বিতীয় সাফল্য আরেক ওপেনার কাসুজাকে ফেরানো। তাকে এলবির ফাঁদে ফেলেন লাহিরু কুমারা। তার আগে ম্যারাথন ইনিংস খেলেন কাসুজা। ২১৪ বলে করেন ৬৩ রান। চার মেরেছেন পাঁচটি, ছক্কা একটি। ১১৬ বল খেলে ৫৫ রানে ব্যাট করছেন আরভিন। চার-ছক্কা মেরেছেন তিনটি করে।
আগামী নিউজ/আরবি/জেডআই/এনএনআর