1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মেসি-এমবাপের গোলে বড় জয় পিএসজির

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ১১:২৬ এএম মেসি-এমবাপের গোলে বড় জয় পিএসজির

ঢাকাঃ লিগ ওয়ানে পিএসজির জয়রথ যেন থামছেই না। নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ক্রিস্তফ গালতিয়ের দলকে। হলুদ কার্ডের খাঁড়ায় অনুপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের নৈপুণ্যে আজাকসিওকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করল প্যারিসের ক্লাবটি। 

চলতি মৌসুমে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ অবস্থানে রয়েছে পিএসজি। দুইয়ে থাকা লরিয়েঁর অর্জন এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট।

এ ম্যাচে হলুদকার্ডের কবলে পড়ে খেলতে পারেননি নেইমার। এছাড়া রাঁসের বিপক্ষের ম্যাচে দেখা লাল কার্ডের জন্য দলে ছিলেন না স্প্যানিস অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসও। তবে তাদের অনুপস্থিতি চোখে পড়েনি পুরো ম্যাচে।

খেলার শুরু থেকেই নবাগত দল অ্যাজাকসিওকে চেপে ধরে ছিলো চ্যাম্পিয়নরা। সেই সুবাদে ১৩ মিনিটেই ফ্রি কিক থেকে এগিয়ে যেতে পারতো পিএসজি। তবে মেসির দারুণ ফ্রি কিকটি আটকে দেন অ্যাজাকসিও গোলরক্ষক বেনজামিন লেরয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারিদের। ম্যাচের ২৪তম মিনিটে মেসির থ্রু বলে ডি বক্সে ঢুকে জালে বল জড়ান কিলিয়ান এমবাপে।

প্রথমার্ধে গোল করার আরও কিছু সুযোগ পেয়েছিলো পিএসজি। তবে জালে বল জড়াতে না পারার কারণে ১-০ ব্যবধানে বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠেন মেসি-এমবাপেরা। স্বাগতিকদের ডি-বক্সে একের পর এক আক্রমণ চালাতে থাকেন। অবশেষে ৭৮ মিনিটে তাদের আক্রমণ সফলতা পায়। ডি বক্সের বাইরে থেকে এমবাপে পাস দেয় মেসিকে। মেসি নিজ দক্ষতায় অ্যাজাকসিওর গোলরক্ষক লেরয়কে পরাস্ত করে গোল ব্যবধান দ্বিগুণ করেন।

মেসির গোলের তিন মিনিট পরেই ম্যাচের শেষ গোলের দেখা পায় চ্যাম্পিয়নরা। গোলটি করেন এমবাপে; তবে এ গোলেরও কারিগর মেসি। বক্সের একটু বাইরে থেকে মেসি বলটা বাড়ান এমবাপেকে, সেটা কোনোরকম আয়ত্বে নিয়েই ফরাসি তারকা শট নেন বাঁ পাশের পোস্টে, তা গিয়ে জড়ায় জালে।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ের মধ্য দিয়ে লিগে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner