1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দলে এত ওপেনারের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৭:২৫ পিএম দলে এত ওপেনারের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

ঢাকা: পাকিস্তান সফরের বাংলাদেশ দলে ওপেনারের ছড়াছড়ি। কোন দুজন ওপেন করবেন? টিম ম্যানেজম্যান্ট এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দলে ছয়জন ক্রিকেটার আছেন যারা ওপেনিং করতে পারেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ছয় জনের মধ্যে দুজনকে তারা ওপেনিং ভাবনায় দলে জায়গা দেননি। এই দুজন হলেন সৌম্য সরকার এবং আফিফ হোসেন।

এই বিপিএলে মিডল অর্ডারে ব্যাট করে সফল হয়েছেন সৌম্য। বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলা এই অলরাউন্ডার। ১২ ম্যাচে করেছেন ৩৩১ রান। উইকেট নিয়েছেন ১২টি। লিটন দাসের সঙ্গে ওপেনিং করেছেন আফিফ হোসেন।  প্রায় প্রতিটি ম্যাচেই রাজশাহী রয়্যালসকে দারুন শুরু এনে দিয়েছেন তিনি। আফিফ ৩৭০ রান করেছেন ১৩১.২০ স্ট্রাইক রেটে। উইকেট নিয়েছেন ৭টি।

সৌম্য-আফিফকে দলে নেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ব্যাখ্যা, ‘সৌম্যকে আমরা মিডল অর্ডারেই ভেবেছি। সেই ভাবনা থেকেই বিপিএলে ওকে মিডল অর্ডারে খেলানো হয়েছে। ওর বোলিংও ভালো হচ্ছে এখন। আফিফ বিপিএলে ওপেনিংয়ে ভালো করেছে বটে। তবে জাতীয় দলের জন্য আমরা ওকে মিডল অর্ডারেই ভেবেছি। প্রয়োজনে তিনেও খেলতে পারে।’

প্রধান নির্বাচক জানিয়েছেন, তাদের ভাবনাই চূড়ান্ত নয়। এ জন্য টিম ম্যানেজম্যান্ট আছে। তারা ভাববে কাকে কেথায় খেলানো যায়। প্রধান নির্বাচক বলছেন, ‘আমরা দল গড়েছি আমাদের ভাবনায়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে তো আলোচনা হয়েছেই। তবে টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি বুঝে যে কোনো কিছুই করতে পারে। শান্ত আছে, ওপেন থেকে শুরু করে নিচেও খেলতে পারবে। টি-টোয়েন্টিতে আসলে এই পজিশনগুলোর হেরফের হতেই পারে। ওদের সবাইকে টিম ম্যানেজমেন্ট তাদের প্রয়োজন অনুযায়ী খেলাতে পারে।’

আগামীনিউজ/বিআর/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner