1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যে কারণে নিষিদ্ধ হলেন কাগিসো রাবাদা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০১:৪৩ পিএম যে কারণে নিষিদ্ধ হলেন কাগিসো রাবাদা
ছবি সংগৃহীত

ঢাকা : উইকেট শিকারের পর মাত্রাতিরিক্ত উদযাপন করতে গিয়ে বিপদে পড়লেন কাগিসো রাবাদা। আচরণবিধি ভঙ্গের দায়ে দক্ষিণ আফ্রিকার তারকা পেসারকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাঠে নামতে পারেবন না রাবাদা।  
 
সেন্ট জর্জেস পার্কে পোর্ট এলিজাবেথে তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট করার পর তাঁর সামেন এসে আগ্রাসী ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় রাবাদাকে। যা আইসিসির আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা অনুযায়ী রাবাদাকে লেভেল ওয়ান পর্যায়ে দোষী সাব্যস্ত করা হয়। এই ধারায় আন্তর্জতিক ম্যাচে ব্যাটসম্যানকে আউট করার পর বোলারদের কটুক্তি বা অপমানজনর অঙ্গভঙ্গি করা নিষেধ করা রয়েছে। ফলে রাবাদার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়।

গত ২৪ মাসে রাবাদার ডিসিপ্লিনারি রেকর্ডে এটি চতুর্থ ডিমেরিট পয়েন্ট যোগ হয়। ফলে তাঁকে একটি টেস্টে নিষিদ্ধ করেছে আইসিসি। ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট হাতে পাওয়ার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দিনের শেষে ডেকে পাঠান রাবাদাকে। তিনি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি তাঁকে এক টেস্টে নিষিদ্ধের কথা জানালে তিনি তা মেনে নিয়েছেন।

প্রথম দিনে জো রুটকে ফেরানো ছাড়াও রাবাদা তুলে নেন ব্রিটিশ ওপেনার ডম শিবলির উইকেটটিও। যদিও প্রাথমিক ধাক্কা সামলে ইংল্যান্ড পোর্ট এলিজাবেথে প্রথম দফায় বড় রানের ইনিংস গড়ে তোলে। ৯ উইকেটে ৪৯৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। সেঞ্চুরি  করেছেন বেন স্টোকস ও ওলি পোপ। স্টোকস ১২০ রান করে সাজঘরে ফিরলেও পোপ ১৩৫ রানে অপরাজিত থাকেন। ৫টি উইকেট নিয়েছেন কেশব মহারাজ।

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner