1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অদৃশ্য চাপে পাকিস্তান আসছে বাংলাদেশ : শোয়েব আখতার

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ১২:১১ পিএম অদৃশ্য চাপে পাকিস্তান আসছে বাংলাদেশ : শোয়েব আখতার

ঢাকা : অনেক নাটকের পর পাকিস্তান সফরের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ-পাকিস্তান বোর্ডের প্রধানদের নিয়ে দুবাইয়ে বসে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর। বাংলাদেশ দল তিন দফায় পাকিস্তান সফর করবে। কিন্তু এই দফায় দফায় সফরকে বাঁকা চোখে দেখছেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের দাবি, বাংলাদেশ অদৃশ্য এক চাপে পড়ে পাকিস্তান সফর করছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২৪ থেকে ২৭ জানুয়ারির মধ্যে। এরপর ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় গিয়ে রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্টটি হবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি। এক টেস্ট খেলেই দেশে ফিরে বাংলাদেশ দল তৃতীয় দফায় পাকিস্তান যাবে এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর সেখানেই ৫ এপ্রিল থেকে শুরু হবে টেস্ট।

এরকম সূচি শোয়েব আখতারের কাছে সঠিক মনে হচ্ছে না। নিজের ইউটিউব চ্যালেন তিনি বলেছেন,‘আমি মানুষকে বলব, বাংলাদেশের ব্যাপারে কোনো রকমের বাজে কথা না বলতে। কারণ বাংলাদেশ অনেক চাপ, অনেক অদৃশ্য চাপের কারণে এসব করেছে। এ ব্যাপারে আমি প্রকাশ্যে কিছু বলতে পারব না। কারণ তাদের অনেক রাজনৈতিক পরিস্থিতি ও চাপ সামলাতে হয়েছে।’

২০২০ টি-টোয়েন্টি এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু শোয়েব মনে করেন, এশিয়া কাপ পাকিস্তানে নয়, এটা হবে বাংলাদেশে, ‘অনেক রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, বাংলাদেশ নিজেদের দাবি পাকিস্তানকে মেনে নিতে বাধ্য করেছে। আবার এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে কারণ এশিয়া কাপ আয়োজনের অধিকার তারা আদায় করে নিয়েছে। এশিয়া কাপ পাকিস্তানে নয়, বাংলাদেশে হবে।’

দফায় দফায় বাংলাদেশের পাকিস্তান সফরের বিষয়টি শোয়েবের কাছে রহস্যজনকই মনে হয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান খুবই নিরাপদ একটি দেশ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যে নিরাপত্তা দেয়া হয়, সেটা দারুণ। আমরা তার প্রমাণও দিয়েছি। ভাগে ভাগে সফর করার কোনো মানে দেখছি না। তাও ভালো যে বাংলাদেশ আসছে। কিন্তু এভাবে ভেঙে ভেঙে সফর করাটা বিশ্বের কাছে মোটেও সঠিক বার্তা দেয় না। এর পেছনে অবশ্য কারণ আছে। কিন্তু আমি তা বলতে চাই না।’

আগামী নিউজ/আরবি/হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner