
ঢাকা : দুই আর্জেন্টাইন পাওলো দিবালা ও গনজলো হিগুয়েনের নৈপুণ্যে কোপা ইতালিয়ায় দারুণ এক জয় পেয়েছে জুভেন্টাস। ইতালির ঘরোয়া এই টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে উদিনেসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুরিনের বুড়িরা।
বুধবার রাতে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে জুভেন্টাস। ১৬ মিনিটে দিবালার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হিগুয়েন। ২৬ মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি দিবালা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভরা।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফের জুভেন্টাস সমর্থকদের আনন্দে ভাসান আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। ৬০ মিনিটে পেনাল্টি পায় তারা। তবে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও তা করতে পারেননি দিবালা। ম্যাচের ৬২ মিনিটের মাথায় আবারও পেনাল্টি পায় জুভেন্টাস। তবে সেটি নিজে না নিয়ে ডগলাস কস্তাকে দেন দিবালা। সহজেই লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
আগামী নিউজ/জেডআই/এনএনআর