
ঢাকা : ক্রিকেট ‘ভদ্র লোকের’ খেলা হিসেবে পরিচিত। এই ভদ্র খেলাই অনেক সময় সমালোচিত হয়েছে অভদ্রচিত আচরণে। যে কারনে বিভিন্ন শাস্তি পেতে হয়েছে অনেক ক্রিকেটারও। এবার শাস্তি পেলেন এক দর্শক। গেল বছর ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চারের সঙ্গে বর্ণবাদী আচরণ করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ২৮ বছর বয়সী নিউজিল্যান্ড নাগরিক।
গেল নভেম্বরে নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের গতিতারকা আর্চারকে বর্ণবাদী গালি দেন মাঠে থাকা ওই দর্শক। যে ঘটনাটি ইংলিশ পেসার নিজেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আর্চারের কাছে ক্ষমা চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
প্রায় দুই মাস পর সেই অভিযুক্ত দর্শককে খুঁজে বের করে কঠিন শাস্তি দিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে তার নিষেধাজ্ঞার বিষয়টিও অবগত করেছেন। এর ফলে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের মাঠে ঢুকতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে পুলিশি পদক্ষেপ।
আগামী নিউজ/জেডআই