1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বার্সা কোচ বরখাস্ত, নতুন কোচ সেতিয়েন

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ১২:০৭ পিএম বার্সা কোচ বরখাস্ত, নতুন কোচ সেতিয়েন
ফাইল ছবি

ঢাকা: জেদ্দায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল হারার পরই গুঞ্জন শুরু হয়েছিল কোচ আর্নেস্ত ভালভার্দেকে সরিয়ে দেওয়া হবে। সেটা যে এত দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে সেটা বার্সেলোনা সমর্থকরাও ভাবতে পারেননি। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুঞ্জনকে সত্যিতে রুপ দিল বার্সেলোনা। তারা ভালভার্দেকে সরিয়ে নতুন কোচ কিকে সেতিয়েনকে নিয়োগ দিয়েছে। রিয়াল বেটিসের সাবেক এই কোচের মেয়াদকাল ২০২২ সাল পর্যন্ত।

সেতিয়েনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কিকে সেতিয়েন হবেন বার্সেলোনার নতুন কোচ। উত্তর স্পেনের ক্যান্টাব্রিয়াতে জন্ম নেওয়া সেতিয়েন বার্সায় যোগ দেয়ার আগে রেসিং সান্তান্দার, পলি এজিদো, লুগো, লাস পালমাস ও রিয়াল বেটিসের হয়ে কোচিং করিয়েছেন। পুরো ক্যারিয়ার জুড়েই পজেশনভিত্তিক আক্রমণাত্মক ফুটবল খেলিয়েছেন সেতিয়েন। যা তার ভক্ত-সমর্থকদের বিশেষ পছন্দ।’

সেতিয়েনকে এখনই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়নি বার্সেলোনা। তবে পরিচয়পর্ব মঙ্গলবারই হওয়ার কথা। সেতিয়েনের বার্সা অধ্যায় শুরু হবে আসছে রবিবার। সেদিন ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কাতালানরা আতিথ্য দেবে গ্রেনাডাকে। 

ভালভার্দের সঙ্গে গেল বছরের ফেব্রুয়ারিতে চুক্তি নবায়ন করেছিল বার্সেলোনা। কিন্তু তাঁর সাম্প্রতিক ব্যর্থতা মেনে নিতে পারেনি বার্সা ম্যানেজম্যান্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিততে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। কোচের চাকরি থেকে বরখাস্ত হয়ে যার মাশুল গুনতে হলো ভালভার্দেকে। 

আগামী নিউজ/আরবি/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner