
ঢাকা: বিশ্বকাপের পর থেকেই মাশরাফি বিন মর্তুজার অবসরের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। কবে অবসরে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস? এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিরা নানা সময়ে নানানরকম কথা বলেছেন। যাকে নিয়ে আলোচনা সেই মাশরাফি কিন্তু দিন দুয়েক আগে তার অবস্থান খোলাসা করেছেন। তার কথা, ক্রিকেট খেললে যে আন্তর্জাতিক ম্যাচই খেলতে হবে এমনটা নয়। মাশরাফি ঘরোয়া ক্রিকেটও উপভোগ করেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এখান থেকে কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে মাশরাফি আরো কিছু দিন খেলাটা চালিয়ে যেতে চান। সেটা কতদিন সেটি তিনি নিশ্চিত করে বলেননি।
অন্যদিকে, বিসিবি তাকে ঘটা করে বিদায় দেয়ার জন্য বসে আছে। কিন্তু যার বিদায় তিনিই তো বিদায় চাচ্ছেন না। তাহলে কি জোর করেই বিদায়টা চাপিয়ে দেয়া হচ্ছে না? এ নিয়ে মাশরাফি অভিমানের সুরেই জানিয়েছেন যে তাকে অনেকেই অবসর করিয়ে দিয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) এলিমিনেটরে মাশরাফির দল ঢাকা প্লাটুন হেরে এবারের মতো বিপিএল শেষ করেছে। হাতে ১৪ সেলাই নিয়ে মাঠে নেমেও পরাজয় ঠেকাতে পারেননি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটের সহজ জয়ই তুলে নিয়েছে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ। মাশরাফি প্রসঙ্গ উঠতেই তিনি জানিয়েছেন, ‘অন্যের কথায় নয়, নিজের অনুভূতি থেকেই একজন ক্রিকেটারের বিদায় নেয়া উচিত। প্রথমত, আমি যেভাবে চিন্তা করি, এটা (অবসরে যাওয়া) পুরোটা মাশরাফি ভাইয়ের সিদ্ধান্ত। এটা নিয়ে তার সঙ্গে আমার দু-একবার কথা হয়েছে। কিন্তু আমি এটা নিয়ে কথা বলতে পারব না। কারণ একটা ব্যক্তিগত বিশ্বাসেরও জায়গা আছে। তাকে না জানিয়ে আমি এটা শেয়ার করতে পারি না।’
এরপর মাহমুদউল্লাহর সংযোজন, ‘যখন আমরা ক্রিকেট খেলা শুরু করেছি, আমরা ভালোবেসে খেলেছি। এটা এখন আমার পেশা হয়ে গিয়েছে। শুরু থেকে কখনো ভাবিনি যে আমি ক্রিকেটারই হব। আমি ভালোবেসেছি, আমি খেলেছি, এরপর ক্রিকেট আমার পেশা হয়েছে... তো কারো কথায় আমি খেলা শুরু করিনি, আর কারো কথায় আমি খেলা ছাড়ার পক্ষপাতী না।’
খেলা চালিয়ে যেতে না পারলে সেই ক্রিকেটারই ভালো বুঝবেন তার কী করা দরকার। মাহমুদউল্লাহও তাই বলছেন, ‘যখন আমার মনে হবে যে আমার পক্ষে খেলা সম্ভব না, তখন আমি আর খেলব না। কারণ এটা একান্তই আমার বিষয়, আমার ক্রিকেট। দায়বদ্ধতা তাই আমার-ই থাকা উচিত। আমি বিষয়টাকে এভাবে দেখি। আমার মনে হয়, মাশরাফি ভাইও এভাবে দেখেন। কারণ তিনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছেন।’
আগামীনিউজ/বিআর/এনএ