1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টানা তিন হারের পর হাসিমুখ বার্সার

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২২, ০১:৫৬ পিএম টানা তিন হারের পর হাসিমুখ বার্সার

ঢাকাঃ সর্বশেষ ম্যাচে লজ্জার এক রেকর্ড গড়েছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এক মৌসুমে হেরে যায় টানা তিনটি ম্যাচ। লজ্জার সেই রেকর্ডের পর অবশেষে বার্সা ঘুরে দাঁড়িয়েছে গতরাত। ন্যু ক্যাম্পে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে কাতালান দল।  

২৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেমফিস দেপাই। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে গোল করে দলকে নিরাপদ জায়গায় নিয়ে যান জর্ডি আলবা। কিন্তু অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা মায়োর্কা ম্যাচ শেষের ১১ মিনিট আগে গোল শোধ দিয়ে স্কোর ২-১ করেছে।

বার্সার জন্য হতাশার বিষয়টি হলো দুটি গোল বাতিল হয়েছে অফসাইডে। প্রথমার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন জেরার্দ পিকেও। এই ম্যাচে আবার চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তরুণ তারকা আনসু ফাতি। ১৯ বছর বয়সী বদলি হয়ে নেমে ১৫ মিনিট মাঠে ছিলেন। তার ফেরায় ন্যু ক্যাম্পের দর্শকদের মাঝে কাজ করেছে বাড়তি উদ্দীপনা।

তবে জয়ের আগে ভীষণ চাপ নিয়েই বার্সা মাঠে নেমেছিল। দলটির টানা হারে আগেই শিরোপা উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। তাছাড়া সেরা চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনাও হুমকিতে পড়ে যায় তাতে। এই জয়ের পর বার্সা ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে আবার। সেভিয়া সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে চলে গেছে। অ্যাতলেতিকো মাদ্রিদ ৬১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। পাঁচে থাকা রিয়াল বেতিসও আছে সেই দৌড়ে। ৩৩ ম্যাচে তাদের অর্জন ৫৭ পয়েন্ট।

ম্যাচের পর শিরোপা জেতা রিয়ালকে শুভেচ্ছা জানিয়ে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ শিরোপা জিতে নিয়েছে। তাদের অভিনন্দন। এখন আমাদের চ্যাম্পিয়ন লিগ নিশ্চিত করার পালা। সেজন্য আজকের ম্যাচের পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।’

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner