
ঢাকা : চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে হারলেই বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শক হয়ে বসে থাকা যায়? তাই বাঁ হাতের তালুতে ১৪টি সেলাই নিয়েই মাঠে নামলেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সোমবার (১৩ জানুয়ারি) মিরপুরে অবশ্য টস জিতলেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস পরীক্ষায় জিতে মাশরাফীর ঢাকাকে ব্যাটিং করতে পাঠালেন।
সব শঙ্কা উড়িয়ে বাম হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামা মাশরাফীকে প্রশ্ন করা হলো আপনার হাতের কী অবস্থা। ঢাকার অধিনায়ক বললেন, ‘আপনি যখন খেলতে নামবেন, তখন কোনো অভিযোগ থাকতে পারে না। আমি খেলতে নেমেছি, এটাই শেষ কথা।’
পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের লড়াই এটি। এই ম্যাচের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে বাংলাদেশের জাতীয় দলে খেলছেন মাশরাফী। বাংলাদেশের অন্যতম সেরা এই পেস বোলারের ক্যারিয়ারের শুরু থেকেই বাধা হয়ে দাঁড়ায় চোট। শুধু হাঁটুতেই সাতবার অস্ত্রোপচার করিয়েছেন তিনি। চোটের সঙ্গে লড়াই করা যেন স্বভাবে পরিণত হয়েছে ম্যাশের।
আগামী নিউজ/জেডআই/এনএনআর