1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

হেরেও কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ১০:০৫ এএম হেরেও কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ঢাকাঃ গতকাল চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলর দ্বিতীয় লেগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। বায়ার্নের জয় প্রত্যাশিতই ছিল। কিন্তু ঘরের মাঠ এনফিল্ডে লিভারপুলের আত্মসমর্পণে সত্যি হয়েছে কোচ ইয়ুর্গেন ক্লপের আশংকা। প্রথমার্ধে গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন লাওতারো মার্টিনেজ। তবে ১-০ গোলে জয়ের পরও ইন্টারকে খালি হাতেই ফিরতে হল এই প্রতিযোগিতা থেকে।

প্রথম লেগে লিভারপুল জয় পেয়েছিল ২-০ গোলে। কাল ইন্টার আরেকটি গোল করতে পারলেই অতিরিক্ত সময়ে গড়াত খেলা। কিন্তু আনফিল্ডে এদিন প্রথম থেকেই সুযোগ তৈরি করতে থাকে ক্লপের শিষ্যরা। তবে এদিন ভাগ্য একেবারেই সঙ্গে ছিল না ‘দ্য রেডসদের’। ক্রসবারে লেগে ৩ বার গোলবঞ্চিত হয়েছে মোহাম্মদ সালাহর দল। ৩১ মিনিটে ডিফেন্ডার জোয়েল মাতিপের হেড বাধা পড়ে ক্রসবারে।

এর কয়েক সেকেন্ড বাদেই কর্নার থেকে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে লিভারপুল। ভার্জিল ভ্যান ডাইকের হেড থাকেনি লক্ষ্যে। বিরতির ঠিক আগে সাবেক আর্সেনাল তারকা অ্যালেক্সিস সানচেজ ফাউল করে বসেন থিয়াগোকে। ফাউল গুরুতর হওয়ায় রেফারি হলুদ কার্ড দেখান এই ফরোয়ার্ডকে।

৫২ মিনিটে আবারও বারে বাধা পড়ে লিভারপুলের শট। মোহাম্মদ সালাহর শট গিয়ে আঘাত হানে বারে। ৫৯ মিনিটে হটাৎই লিভারপুল অর্ধে ঢুকে পড়ে ইন্টার। মার্টিনেজ শট নিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তবে এর মিনিট সাতেক বাদেই বক্সের বাইরে আবারও বল পান এই আর্জেন্টাইন। ভ্যান ডাইকের ভুলে স্পেস পেয়ে জোরালো শটে টপ কর্নার ভেদ করে এগিয়ে নেন ইন্টারকে।

গোলের পর মরিয়া হয়ে ওঠে ইন্টার খেলোয়াড়রা। ৬৩ মিনিটে উত্তেজনার বশে আবারও ফাউল করে বসেন সানচেজ। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ৬৩ মিনিটে দ্বিতীয়বারের মত ক্রসবার বাধায় গোলবঞ্চিত হন সালাহ। সাদিও মানের দুর্দান্ত থ্রু পাস ফাঁকায় পেয়ে যান মিসর অধিনায়ক। গোলরক্ষককে পরাস্ত করলেও শট গিয়ে লাগে বারে। ফলে ঘরের মাঠে হতাশার এক হার নিয়েই মাঠ ছাড়তে হয় ক্লপের দলকে।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner