1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাপোলিকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় বার্সা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১১:২৫ এএম নাপোলিকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় বার্সা

ঢাকাঃ শেষ থেকে শুরু- বার্সেলোনা যেন হয়ে থাকল তার জ্বলন্ত উদাহরণ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে যেখানে শেষ, সেখান থেকেই শুরু। আক্রমণে ব্যস্ত করে রাখা প্রতিপক্ষকে। পাঁচ মিনিটের মধ্যেই আদায় করে নেওয়া দুই গোল। উড়ন্ত বার্সা ইউেরোপা লিগে রীতিমতো উড়িয়েই দিয়েছে নাপোলিকে।

বৃহস্পতিবার রাতে নাপোলির মাঠ ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে প্লে-অফের ফিরতি লেগে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করলো জাভি হার্নান্দেসের দল। ম্যাচের শুরুতেই ‘স্টপ ওয়ার’ লেখা ব্যানার নিয়ে নামতে দেখা যায় বার্সেলোনা ফুটবলারদের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ যে লেগেছে ফুটবলেও, সেটাই যেন স্পষ্ট হয়েছে।

প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। বিরতির পর করে আরও এক গোল।

আট মিনিটের মাথায় লিড নেয় জাভির দল। পিয়েরে-এমেরিক অবামায়েংয়ের বাড়ানো বল ধরে নিজেদের অর্ধ থেকে এগিয়ে যান এডামা ত্রাওরে। নাপোলির ডিফেন্ডারদের পাশ কাটিয়ে তিনি বল দেন জর্ডি আলবাকে। দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন আলবা।

পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলটি ছিল আরও সুন্দর। এবার জাল কাঁপান ফ্রেংকি ডি ইয়ং। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে নেওয়া ডাচ মিডফিল্ডারের বাঁকানো শট ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেয় বার্সাকে।

তবে দলটা যেহেতু বার্সা, নাটক একটু হতেই হবে! ২৩ মিনিটে মার্ক আন্দ্রে টার স্টেগানের ভুলে লড়াইয়ে ফেরে নাপোলি। বার্সা গোলরক্ষক সামনে এসে বল আটকাতে গিয়ে ধাক্কা দিয়ে বসেন নাপোলি স্ট্রাইকার ভিক্টর অসিমহেনকে। পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি লরেঞ্জো ইনসিনিয়ে।

তবে বার্সা সেই ভুলের আফসোস কাটিয়ে নেয় প্রথমার্ধেই। বিরতির ঠিক আগমুহূর্তে জেরার্ড পিকে ব্যবধান ৩-১ করেন। কর্নার আটকাতে গিয়ে নাপোলি তালগোল পাকিয়ে ফেললে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান পিকে। স্প্যানিশ ডিফেন্ডার সহজেই করেন লক্ষ্যভেদ।

দ্বিতীয়ার্ধ তুলনামূলক লড়াই হয়েছে কম। তবে এক ঘণ্টার আগেই এক হালি পূর্ণ করে বার্সা। ডানদিক থেকে ত্রাওরের ক্রস খুঁজে পায় অবামায়েংকে। পোস্টের ওপরের কোণা দিয়ে গোলটি করেন গ্যাবন স্ট্রাইকার।

শেষদিকে এসে ব্যবধান কমায় নাপোলি। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে (৮৭ মিনিট) বাঁ পায়ের শটে গোল করেন পলিতানো। তবে তাতে জাভির দলের উৎসবের রাতকে হতাশায় পরিণত করতে পারেনি স্বাগতিকরা।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner