1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাংলাদেশ টাইগার্সের প্রথম স্কোয়াড ঘোষণা বিসিবির

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০২:৪৭ পিএম বাংলাদেশ টাইগার্সের প্রথম স্কোয়াড ঘোষণা বিসিবির

ঢাকাঃ জাতীয় দলের ‘ছায়া দল’ হিসেবে বাংলাদেশ টাইগার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আজ (শনিবার) বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির কার্যক্রম নিয়ে এদিন বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ও ক্যাম্পের সময়সূচি ঘোষণা করে বিসিবি। ২৫ ফেব্রুয়ারি থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প, চলবে ৭ মার্চ পর্যন্ত। দলের সঙ্গে টেস্ট দলের কেউ ফ্রি থাকলে তারাও যোগ দিতে পারবে।

সদ্য শেষ হওয়া বিপিএল ও এর আগে হওয়া জাতীয় লিগ, বিসিএলে পারফর্ম করা ক্রিকেটাররা এই দলে জায়গা পেয়েছেন। এছাড়া আছেন জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কিছু ক্রিকেটারও।

দলে জায়গা পেয়েছেন সদ্য বিপিএল চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। বল হাতে আলো ছড়ানো মৃত্যুঞ্জয় চৌধুরীও আছেন। জাতীয় দলের জন্য খেলোয়াড় প্রস্তুত রাখতে বাংলাদেশ টাইগার্সে যুক্ত করা হয়েছে সৈকত আলী-জাকির হাসান-মেহেদী হাসান রানাদের।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরুর আগে ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেবেন মুমিনুল হক-সাইফ হাসান-সাদমান ইসলামরা। আছেন সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুনও।

বাংলাদেশ টাইগার্স: মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner