1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

হঠাৎ টেস্ট ক্রিকেটকে ডি ককের বিদায়

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ১১:১৮ এএম হঠাৎ টেস্ট ক্রিকেটকে ডি ককের বিদায়
ছবিঃ সংগৃহীত

সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু বছরের শেষ দিকে এসে বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার হারের পর হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন দেশটির উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক।

গত বৃহস্পতিবার মধ্যরাতে (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কক।

অবশ্য ভারতের বিপক্ষে পরের টেস্ট দুটি এমনিতেও খেলার কথা ছিল না তার। পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট কোহলিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে আগেই ছুটি নিয়েছিলেন তিনি। এবার টেস্ট ছাড়ারই ঘোষণা দিয়ে দিলেন। মাত্র ২৯ বছর বয়সেই সাদা পোশাককে বিদায় বলে দিলেন প্রোটিয়া তারকা।

এক বিবৃবতিতে ডি-কক বলেন, ‘এ সিদ্ধান্ত খুব সহজে আসেনি। ভবিষ্যৎ কেমন হবে এবং সামনের পথচলায় সবচেয়ে প্রাধান্য দেব কোনটি-এসব নিয়ে আমি অনেক ভেবেছি। সাশা (ডি ককের স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং এর পরও পরিবার গড়ে তুলতে চাই।’

তিনি বলেন, ‘পরিবারই আমার কাছে সবকিছু এবং আমাদের জীবনের এ নতুন ও রোমাঞ্চকর সময়ে ওদের সঙ্গে কাটানোর সময় ও সুযোগ চাই।’

মাত্র ৫৪ ম্যাচ খেলে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানালেন তিনি। এই ৫৪ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ৩৮.৮২ গড়ে তার রান তিন হাজার ৩০০। পাশাপাশি উইকেটের পেছনে ডিসমিসাল ২৩২টি। টেস্ট ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ডি-কক।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner