1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে নাম নেই, অভিমানে সাইফউদ্দিনের স্ট্যাটাস

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ১২:৫৮ পিএম বিপিএল প্লেয়ার্স ড্রাফটে নাম নেই, অভিমানে সাইফউদ্দিনের স্ট্যাটাস

ঢাকাঃ বিশ্বকাপের মাঝখানেই ব্যাক পেইনের কারণে ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। গত কয়েক সপ্তাহ ধরে বিশ্রামে ছিলেন। তবে কয়েকদিন আগে সাইফউদ্দিন নিজেই জানিয়েছিলেন, ব্যাটার হিসেবে বিপিএল খেলতে আগ্রহী তিনি। কিন্তু সাইফউদ্দিনের খেলার জন্য ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। তাই সাইফউদ্দিনকে প্লেয়ার্স ড্রাফটে রাখেননি নির্বাচকরা।

অভিমানে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস তিনি লিখেন,   ‘আমাদের মতো সাধারণ জুনিয়ার প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোনো সময় নেই হয়তো। কারো প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক।’

সাইফ শেষ ম্যাচ খেলেছিলেন ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। তার পর মেরুদণ্ডের ব্যথায় তিনমাস মাঠের বাইরে ছিলেন। আগামী জানুয়ারির ২৪ তারিখ তার মাঠে ফেরার কথা। তবে বিসিবির মেডিকেল বিভাগের মনে হয়েছে, খেলার মতো সম্পূর্ণ ফিট নন তিনি! তবে আগামী রবিবার তার ব্যাপারে ফের অ্যাসেসমেন্ট করা হবে। তখনই জানা যাবে, আসলে কবে মাঠে ফিরতে পারবেন পেস বোলিং এই অলরাউন্ডার। তবে বিপিএল যে খেলা হচ্ছে না, সেটি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

তিনি বলেছেন, ‘আমরা মেডিকেল বিভাগ থেকে তথ্য পাওয়ার পরই দল নির্বাচন করি। মেডিকেল বিভাগ জানিয়েছে, বিপিএল খেলার মতো অবস্থায় নেই সাইফউদ্দিন। যে কারণে ড্রাফটে তার নাম আমরা রাখিনি।’

এদিকে সাইফউদ্দিন হতাশ কণ্ঠে বলেছেন, ‘আমার পিঠের অবস্থা আগের চেয়ে ভালো। বোলিং করতে সময় লাগতো, কিন্তু ব্যাটিং করার মতো অবস্থায় ছিলাম। খেলতে চেয়েছিলাম। মেডিকেল বিভাগ ও নির্বাচকরা যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। এখন সম্পূর্ণ ফিট হয়েই মাঠে ফিরতে চাই।’

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড়দের নিলাম। সেটির জন্য দেশি ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner