1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাংলাদেশ দলে অভিষেক হলো রাব্বির

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১০:০৯ এএম বাংলাদেশ দলে অভিষেক হলো রাব্বির
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ টেস্টেও প্রায় নতুন বাংলাদেশ। সিনিয়র খেলোয়াড়দের অনেকেই নেই। এ পরিস্থিতিতে কেমন দল সাজায় বাংলাদেশ সেটাই ছিল সবচেয়ে আলোচিত বিষয়। বিশেষ করে সবাই দেখতে চাচ্ছিল কতজনকে অভিষেক করায় বাংলাদেশ! ধারণা করা হচ্ছিল অন্তত দু’জনকে অভিষেক করাতে পারে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে দেখা যাচ্ছে দুই জন নয়, একজনকে অভিষেক করিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তিনি হলেন, দলে থেকেও বারবার উপেক্ষিত থাকা ইয়াসির আলী রাব্বি। চট্টগ্রামেই তার বাড়ি। অভেশেষে নিজের ঘরের মাঠেই অভিষেকের ক্যাপ উঠতে যাচ্ছে রাব্বির মাথায়।

২০১৯ সাল থেকে বাংলাদেশ দলের সঙ্গে আছেন রাব্বি। সুযোগ পেয়েছেন তিন ফরম্যাটের মূল স্কোয়াডে। তবে কোন এক অজানা কারণে বারবারই উপেক্ষিত হতে হচ্ছিল এই ডানহাতি ব্যাটসম্যানকে। ছিলেন পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াডে। সেখানেও জায়গা হয়নি মূল একাদশ। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্টের প্রথম ম্যাচের ঘোষিত দলে জায়গা হয়। এবার অভিষেক হয়ে গেল।

সাইফ হাসান অফ ফর্মে থাকার পরও তাকে রাখা হয়েছে একাদশে। এর অর্থ, মাহমুদুল হাসান জয়ের অপেক্ষা বাড়লো টেস্ট অভিষেকের। টেস্ট শুরুর আগেরদিন হঠাৎ করে দুই পেসার খালেদ হোসেন এবং শহিদুল ইসলামকে দলে অন্তর্ভূক্ত করা হয়। তবে তাদের কাউকেই সুযোগ দেয়া হয়নি। তবে কেন হঠাৎ দুই পেসারকে দলে নেয়া হলো, তার কোনো সদুত্তর নেই। যদিও নির্বাচকরা বলছেন, ব্যাকআপ হিসেবে নেয়া হলো।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের মতো পাকিস্তান দলেও অভিষেক হয়েছে একজনের। সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner