1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্যর্থ হলেন মাহমুদউল্লাহও, ধুঁকছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৩:১২ পিএম ব্যর্থ হলেন মাহমুদউল্লাহও, ধুঁকছে বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বিশ্বকাপে ভরাডুবির পর একাদশে বড় পরিবর্তন নিয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট হাতে নেমেছে বাংলাদেশ। আর ব্যাট হাতে নেমেই চরম বিপদে পড়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

বিশ্বকাপ শেষেও পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে বাংলাদেশের ভোগান্তি শেষ হয়নি। একের পর এক বাজে শটে ফিরে গেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। 

লড়াইয়ের মানসিকতাটুকু পর্যন্ত দেখাতে পারছে না বাংলাদেশ দল। যদিও আশা করা হচ্ছিল অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে এগিয়ে যাবে বাংলাদেশ কিন্তু তাও হলো না।

১১ বলে ৬ রান করে তিনি বোল্ড হয়ে গেলেন মোহাম্মদ নওয়াজের বলে।

শুরুতে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন হাসান আলি। তার প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন ওপেনার নাঈম শেখ। 

অফস্টাম্পের বাইরে করা হাসান আলির ডেলিভারি কাট করতে গিয়ে পারলেন না নাঈম। বল ব্যাটের কানায় ছুঁয়ে সোজা চলে যায় উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে।

উচ্চস্বরে আপিল করেন রিজওয়ান। আম্পায়ার হাত উঁচু করেন। ৩ বলেই ১ রান করে সাজঘরে ফিরলেন নাঈম। 

নাঈমের বিদায়ের পর যেন তার অনুসরণ করলেন সাইফ হাসান। এবার বাংলাদেশ শিবিরে আঘাত হানলেন মোহাম্মদ ওয়াসিম।

৩য় ওভারের শেষ বলে ফখর জামানের হাতে ক্যাচ তুলে দেন সাইফ। ৮ বল খেলে মাত্র ১ রানে আউট হয়ে ফিরলেন লিটন দাসের বদলে একাদশে জায়গা পাওয়া সাইফ।  

দীর্ঘদিন পর একাদশে সুযোগ পেয়ে পারলেন না নাজমুল হাসান শান্তও। তিনিও নিজের উইকেট বিলিয়ে দিয়ে এলেন।
 
পরের ওভারেই ওয়াসিমের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

৫ম ওভারের ৪র্থ ডেলিভারিটি শান্তর কোমর সমান উঁচুতে ওঠে। শান্ত ক্রস ব্যাট চালান শান্ত। টাইমিং না হলে বল উঠে যায় সোজা আকাশে। উইকেটের বাইরে যেতে পারেনি শান্তর সেই শট। ফলে নিজের বলে ক্যাচ নেন ওয়াসিম নিজেই।

১৪ বলে ৭ রান করে ফিরলেন শান্ত।  

তবে আফিফ দারুণ খেলছেন। ২৯ বলে ৩৩ রান করেছেন ইতোমধ্যে।

খেলার এই পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫৫ রান।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner