1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কাজাখস্তানকে উড়িয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো ফ্রান্স

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ১০:৩০ এএম কাজাখস্তানকে উড়িয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো ফ্রান্স

ঢাকাঃ ফুটবল ইতিহাস বলুন কিংবা শক্তি দুই দিক থেকেই কাজাখস্তানের চেয়ে অনেক এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। মাঠে যেন তার প্রতিফলন দেখা গেল। গতকাল রাতে কিলিয়ান এমবাপের চারটি এবং করিম বেনজেমার জোড়া গোলের সুবাদে কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নস ফ্রান্স।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফ্রান্সের হয়ে প্রথম তিন গোলই এমবাপের। ৬ মিনিটে গোলখাতা খোলেন তিনি। এরপর ১২ এবং ৩২ মিনিটে আরও দুটি গোলে ফ্রান্সের জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন এই তারকা ফুটবলার। ম্যাচে এমবাপের শেষ গোলটি, ফ্রান্সেরও শেষ গোল। আসে ৮৭ মিনিটে।

মাঝের সময়টায় ঝলক দেখান এবারের ব্যালন ডি’অরের দৌড়ে থাকা করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ৫৫ এবং ৫৯ মিনিটে গোল দুটি করেন এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। কাজাখস্তানের বিপক্ষে লেস ব্লুজদের হয়ে বাকি দুই গোল আদ্রিয়েন রাবিওট এবং আন্টোনিও গ্রিজম্যানের। ৭৫ মিনিটে রাবিওট এবং ৮৪ মিনিটে গ্রিজম্যান পেনাল্টি থেকে গোল দুটি করেন।

ম্যাচে চারটি গোল করে আলো কাড়ার দিন এমবাপে দলের একটি গোলে সহায়তাও করেছেন। নামের পাশে দুটি করে অ্যাসিস্ট যুক্ত করেন কিংসলে কোম্যান এবং থিও হার্নান্দেজ। গোল করা গ্রিজম্যান এবং বদলি হিসেবে নেমে মুসা দিয়াবিও সতীর্থদের গোলে সহায়তা করেছেন।

এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘ডি’-এর শীর্ষস্থান আরও মজবুত করল ফ্রান্স। ৭ ম্যাচে শেষে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। দুইয়ে থাকা ফিনল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৪।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামও কাল রাতে সহজ জয় তুলে নিয়েছে এস্তোনিয়ার বিপক্ষে। ব্রাসেলসে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারায় রেড ডেভিলসরা। দলের জয়ে গোল তিনটি করেছেন ক্রিশ্চিয়ান বেনটেকে, ইয়ানিক কারাসকো এবং থরগান হ্যাজার্ড। দুর্বল এস্তোনিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোলটি আসে এরিক সোরগার পা থেকে।

তবে মেম্ফিস ডিপাইয়ের জোড়া গোলও জয় এনে দিতে পারেনি নেদারল্যান্ডসকে। বার্সেলোনার এই ফরোয়ার্ডের কল্যাণে দুই গোলের লিড নিয়েও মন্টেনেগ্রোর কাছে শেষ পর্যন্ত পয়েন্ট খোয়ায় ডাচরা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner