1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

হয়তো আমার নেতৃত্বে কোনো কিছুর ঘাটতি ছিল: মাহমুদউল্লাহ

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৪:০৪ পিএম হয়তো আমার নেতৃত্বে কোনো কিছুর ঘাটতি ছিল: মাহমুদউল্লাহ
ফাইল ছবি

ঢাকাঃ টানা তিনটি সিরিজ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেতে যায় টাইগাররা, তাই আশাটা ছিলো বেশি কিছুর। তবে লজ্জাজনকভাবে বাংলাদেশের হার ভেঙে দিয়েছে লাখো ক্রিকেটপ্রেমীর হৃদয়। নিজের ব্যর্থতা স্বীকার করে টাইগারদলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘হয়তো আমার নেতৃত্বে কোনো কিছুর ঘাটতি ছিল। এজন্যই হয়তো ছেলেদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারিনি।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাইয়ে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হারার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে মাহমুদউল্লাহ এমন কথা বলেন। 

সুপার টুয়েলভ থেকে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ দল। এমন ব্যর্থতার দায়ভার নিতেই হচ্ছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। বিশ্বকাপে চরম ব্যর্থতার পর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব মাহমুদউল্লাহর কাঁধে থাকছে কি - সে প্রশ্ন উঠে গেছে বাংলাদেশ দলের দেশে ফেরার আগেই। 

ক্রিকবাজ মাহমুদউল্লাহকে প্রশ্ন করে, এমন ব্যর্থ মিশনের পর কি টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সড়ে দাঁড়াবেন? অধিনায়কের পদে ইস্তফা দেবেন? 

জবাবে মাহমুদউল্লাহ বলেন , ‘না, না, আমি টি ২০ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছি না। এটা তো আমার হাতে নেই। এ সিদ্ধান্ত নেবে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। আমি বিশ্বকাপে সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়েছি। হয়তো আমার নেতৃত্বে কোনো কিছুর ঘাটতি ছিল। এজন্যই হয়তো ছেলেদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারিনি।’

দল হিসেবে বাজে পারফরম্যান্সের বিষয়টি স্বীকার করে নিয়েছেন মাহমুদউল্লাহ অকপটেই। বললেন, ‘শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ বাদে গোটা টুর্নামেন্টে আমরা খুবই খারাপ খেলেছি। টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাট করেছি, তাতে আমি সত্যিই হতাশ। এটা একেবারে অগ্রহণযোগ্য। ব্যক্তিগতভাবে এই ব্যর্থতার উত্তর খুঁজছি আমি।আমাদের কিসের অভাব ছিল, কিসের ঘাটতি ছিল, কী কী করা উচিত ছিল - এসব নিয়ে ভাবছি। দল হিসাবে এটা খুবই হতাশার। এর উত্তর আমার জানা নেই। আমি উত্তর খুঁজছি। দেখা যাক, দেশে ফেরার পর কী হয়। এই মুহূর্তে গোটা ব্যাপারটা খুবই জটিল।’

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner