1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অতিরিক্ত সময়ের গোলে ইউনাইটেডকে বাঁচালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ১০:০৪ এএম অতিরিক্ত সময়ের গোলে ইউনাইটেডকে বাঁচালেন রোনালদো
ছবি: সংগৃহীত

ঢাকাঃ ম্যানচেস্টার ইউনাইটেডকে যেন একাই টেনে নিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগ ম্যাচের পর এবার ইউসিএলেও আটালান্টার বিপক্ষে ম্যাচে দলের ত্রাতার ভূমিকায় আবির্ভুত হলেন এই পর্তুগিজ যুবরাজ।

এই ম্যাচে এমন কিছু নতুন সমস্যার উত্থান ঘটেনি রেড ডেভিলসদের জন্য। ক্লাব অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের খারাপ ফর্ম, পল পোগবার মিডফিল্ডে ম্যাচ নিয়ন্ত্রণে ব্যর্থতা, এগুলি এ মৌসুমে প্রথমবার ঘটেনি। ১২ মিনিটে আটালান্টার হয়ে জোসেফ ইলিচিচ গোল করে দলকে এগিয়ে দেন। ইউনাইটেডের ডিফেন্সিভ বোঝাপড়া নিয়ে এই গোলের পর ফের সওয়াল উঠতেই পারে। রোনাল্ডো কয়েকবার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হচ্ছিলেন। তবে অবশেষে প্রথামার্ধের ইনজুরি টাইমে দলের হয়ে পর্তুগিজ মহাতারকাই সমতা ফেরান।

প্রথমার্ধ ম্যাচ ১-১ হলেও আটালান্টার আক্রমণের বিরুদ্ধে বরাবরই ছন্নছাড়া দেখাচ্ছিল ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের ছবিটাও ছিল একইরকম। দাপুটে ইতালিয়ান ক্লাবের হয়ে ডুভান জাপাটা ৫৬ মিনিটে দলকে এগিয়ে দেন। রেড ডেভিলসদের ডান দিকে অ্যারন ওয়ান বিসাখা এবং এরিক বাইলির মধ্যে বোঝপড়ায় খামতি থাকায় বিশাল বিশাল শূন্যস্থান তৈরি হচ্ছিল এবং সেই দিক থেকে প্রথমার্ধে ইলিচিচকে গোলের পাস বাড়ানোর পর নিজে গোল করেন জাপাটা।

তবে রোনালদো দলে থাকলে যে কোন দলেরই যে আশা শেষ বাঁজি বাজার আগে পর্যন্ত বজায় থাকে। ঘরের মাঠে একই প্রতিপক্ষের বিরুদ্ধে দলকে দুই গোলে পিছিয়ে পড়ার জিততে সাহায্য করেছিলেন, এদিন ৯১ মিনিটে দ্বিতীয়বার দলের ম্যাচে সমতা ফেরান রোনালদো। খেলা শেষ হয় ২-২।

পয়েন্ট ভাগাভাগি করলেও রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এখন ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে। তাদের সমান ৭ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে দুইয়ে। গতকাল ইয়াং বয়েজকে ২-০ গোলে হারিয়ে এই জায়গা দখল করে স্প্যানিশ ক্লাবটি। প্রথম ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে চমক দেখালেও, পয়েন্ট টেবিলের সবার তলানিতে এখন ইয়াং বয়েজ। আটালান্টা ৫ পয়েন্ট নিয়ে আছে তিনে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner