1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রোটিয়াদের বিপক্ষে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ১১:৪৩ এএম প্রোটিয়াদের বিপক্ষে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ঢাকাঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন হারে ইতোমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে অবশ্য সেমিফাইনালের ক্ষীণ আশাও আছে। কিন্তু সেটা বাস্তবতায় আসতে অনেক কিছু মিরাকল একসঙ্গে ঘটতে হবে। যা আসলেই অবাস্তব, কিন্তু এখনও অনেক কিছু পাবার আশায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। তার লক্ষ্য আসরের বাকি থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে শেষটা মধুর করা।

সেই লক্ষ্য নিয়ে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে টাইগাররা বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচে জয় দিয়েই টাইগাররা ভাঙতে চায় হারের বৃত্ত। শেষটা রাঙাতে চায় জয়ে।

অবশ্য টি-টোয়েন্টি সংস্করণে এখনও প্রোটিয়াদের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। মুখোমুখি দেখায় ৬টি ম্যাচেই হেরেছে টাইগাররা। এবার হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পাশাপাশি সুপার টুয়েলভেও প্রথম জয় পেতে উন্মুখ রয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

অবশ্য বাংলাদেশ শিবিরে বড় একটা ধাক্কা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের চোট। তবে সাকিবের বদলি হিসেবে বিশ্বকাপে ডেব্যু হতে যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। দলে থাকছে বিতর্কিত সৌম্য ও লিটন কুমার দাশও। বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner