ঢাকাঃ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সমালোচিত হয়েছিলেন মোহাম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া বার্তা দিয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই ‘অপরাধে’ তার ১০ মাসের মেয়েকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শামির পক্ষে কোহলি বলেছিলেন, ধর্ম নিয়ে কাউকে এ রকম আক্রমণ করা মানবিকতার সব থেকে নিচু স্তর। সাফ জানিয়েছিলেন, এ ধরনের জিনিস কোনো দিন বরদাস্ত করা হবে না।
এরপরই গত ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক ভারতীয় টুইট ব্যবহারকারী কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে টুইট করে। কোহলি সমর্থকরা সাথে সাথে একযোগে ওই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
আগামীনিউজ/নাসির