1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ক্ষমা চাইলেন ওয়াকার

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৮:৫৮ পিএম ক্ষমা চাইলেন ওয়াকার
ফাইল ছবি

ঢাকাঃ ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ জয়ের পর পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের নামাজ পড়াকে কেন্দ্র করে উদ্ভট এক মন্তব্য করে বসেন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। তিনি টুইটারে লিখেছিলেন, 'হিন্দুদের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ল পাকিস্তান। এই কারণে আমার কাছে এটা সত্যিই স্পেশাল।'

ওয়াকারের এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। দাবি ওঠে ক্ষমা প্রার্থনার। অবশেষে দ্রুতই নিজের ভুল বুঝতে পেরেছেন ওয়াকার।

মঙ্গলবার গভীর রাতে তিনি ক্ষমা চেয়ে টুইটারে লিখেছেন, 'মুহূর্তের উত্তেজনায় আমি এমন কিছু বলেছি যা অনেকের ভাবাবেগে আঘাত করেছে। আমি সেটা চাইনি। এই কাজের জন্য ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। কাউকে আঘাত করার ইচ্ছে আমার ছিল না। ধর্ম, বর্ণ নির্বিশেষে খেলা সবাইকে ঐক্যবদ্ধ করে।'

ওয়াকারের সেই বিদ্বেষমূলক টুইটের প্রতিবাদে সরব হয়েছিলেন সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকারেররা। ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ কুমার লিখেছিলেন, 'খেলাধুলোর মঞ্চে এই ধরনের মন্তব্য জিহাদি মানসিকতাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। কী নির্লজ্জ মানুষ!' জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে লিখেছিলেন, 'ওয়াকারের মতো একজনের কাছ থেকে এই ধরনের মন্তব্য হতাশাজনক। আমরা সবাই যেখানে চেষ্টা করছি, এই ধরনের মানসিকতাকে দূরে সরিয়ে রাখতে; সেখানে এই ধরনের মন্তব্য ভয়ানক। আশা করব, পাকিস্তানে খেলাকে যারা সত্যি ভালবাসেন তারা এই ধরনের মন্তব্যের ভয়াবহতা উপলব্ধি করবেন।'

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner