ঢাকাঃ আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থেকেও আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।
রেড ডেভিলদের হয়ে ৩০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন। মঞ্চটা তার সবচেয়ে প্রিয়- চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু প্রিয় মঞ্চে প্রিয় ক্লাবের হয়ে মাইলফলক স্পর্শের ম্যাচের শুরুটা মোটেও মনমতো হয়নি পর্তুগিজ তারকার। ইউনাইটেডের অগোছালো ডিফেন্সের সুযোগ নিতে ভুল করেনি আটালান্টা। ২৮ মিনিটের মধ্যেই ২-০'তে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ম্যানইউ। যার শুরুটা মার্কোস র্যাশফোর্ডের গোলের মধ্যে দিয়ে। ৫৩ মিনিটে মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক পাস ধরে দূরের পোস্ট থেকে গোল করেন এই ফরোয়ার্ড। ইনজুরি থেকে ফেরার পর টানা দুই ম্যাচেই গোল পেলেন র্যাশফোর্ড।
৭৫ মিনিটে ম্যাচে সমতায় ফেরান ডিফেন্ডা হ্যারি ম্যাগুয়াইর। ডান প্রান্ত থেকে আসা জ্যাডন সাঞ্চোর ক্রস এডিনসন কাভানির আলতো ছোঁয়ায় চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যাগুয়াইয়ের কাছে। জোরাল শটেই লক্ষ্যভেদ করেন এই ইংলিশ তারকা।
ইউনাইটেডের জয়সূচক গোলটা রোনালদোর। সেটাও তার বিখ্যাত হেড থেকে। ৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে লুক শর দুর্দান্ত এক ক্রস লাফিয়ে উঠে চোখ ধাঁধানো হেডে জালে পাঠান রোনালদো। যে গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় ইউনাইটেডের।