1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্লে-অফকে মাথায় রেখে সাকিবদের বড় জয়

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১০:৫৮ এএম প্লে-অফকে মাথায় রেখে সাকিবদের বড় জয়
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালসকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের কলকাতা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭১ রান তোলে। জবাবে রাজস্থান রয়্যালস ১৬.১ ওভারে ৮৫ রানে অলআউট হয়। 

দলটির পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ ৪৪ রান আসে রাহুল তেওয়াটিয়ার ব্যাট থেকে। রাজস্থানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতাকে বল হাতে বড় জয় এনে দেন শিবম মাভি ও লোকি ফার্গুসন। মাভি ৩.১ ওভার বল করে ২১ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৪টি উইকেট নেন। আর ফার্গুসন ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও বরুণ চক্রবর্তী।

এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। কলকাতাকে ৭৯ রানের বড় উদ্বোধনী জুটি এনে দেন ভেঙ্কাটেশ আয়ার ও শুভমন গিল। ৩ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৩৮ রান করে তেওয়াটিয়ার বলে আয়ার আউট হলে এই জুটি ভাঙে। 

৪৪ বলে ৫৬ রান করে আউট হন আরেক ওপেনার শুভমন গিল। এই দুইজনের বিদায়ের পর যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে আগায়নি কলকাতার ইনিংস। রাহুল ত্রিপাটি ১৪ বলে ২১, দিনেশ কার্তিক ১১ বলে ১৪ ও ইয়ন মরগান ১১ বলে করেন ১৩ রান।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করে কলকাতা নাইট রাইডার্স। ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ক্রিস মরিস। 

এই জয়ে ১৪ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে কেকেআর। আর সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস। সবশেষ তিন ম্যাচেই হেরেছে রাজস্থান।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner